T20 World Cup: আগে ম্যাচ জিততে হবে, তারপর রান রেট নিয়ে ভাবব, ছিটকে যাওয়ার আশঙ্কার মধ্যেই বলছেন ফিঞ্চ
Australia Cricket Team: তারা গতবারের চ্যাম্পিয়ন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার অভিযানের শুরু থেকেই উদ্বেগ। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে বিরাট ব্যবধানে হার হজম করতে হয়েছিল অস্ট্রেলিয়াকে।
মেলবোর্ন: তারা গতবারের চ্যাম্পিয়ন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) এবার অভিযানের শুরু থেকেই উদ্বেগ। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে বিরাট ব্যবধানে হার হজম করতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরলেও, শুক্রবার ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। জস বাটলারদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হয়েছেন অ্যারন ফিঞ্চরা।
৩ ম্যাচের শেষে অস্ট্রেলিয়ার ভাঁড়ারে ৩ পয়েন্ট। গ্রুপ ওয়ানে চার নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আয়ার্ল্যান্ডেরও পিছনে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আয়ার্ল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান হলেও, রান রেটে অনেকটা পিছিয়ে অস্ট্রেলিয়া। গ্রুপের ৬ দলের মধ্যে থেকে ২টি দল যাবে শেষ চারে। অস্ট্রেলিয়ার সামনে কি শেষ চারের দরজা খুলবে, নাকি গ্রুপ থেকেই বিদায় নিতে হবে গতবারের চ্যাম্পিয়নদের?
অস্ট্রেলিয়ার ম্যাচ বাকি আয়ার্ল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার দুটি ম্যাচ শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। যাতে নেট রান রেট বাড়িয়ে রাখা যায়। যদিও ফিঞ্চ বলছেন, 'প্রথমত এবং সবচেয়ে আগে, আমাদের ম্য়াচ জিততে হবে। তবে নেট রান রেট নিয়ে ভাবার অধিকার অর্জন করতে পারব। আমাদের আফগানিস্তান ও আয়ার্ল্যান্ড ম্যাচের জন্য তৈরি থাকতে হবে এবং তারপর কী পারি সেটা নিয়ন্ত্রণ করতে হবে।'
বৃষ্টি থামল। কিন্তু মেলবোর্নে (Melbourne) মাঠে এত কাদা যে, পা রাখাই দায়। খেলা জোর করে শুরু করা হলেও ক্রিকেটারদের চোট লেগে যাওয়ার আশঙ্কা ছিল পুরোমাত্রায়। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচও ভেস্তে গেল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন ক্রিকেটপ্রেমীরা।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই মেলবোর্নে বৃষ্টির পূর্বাভাস ছিল। শুক্রবার বৃষ্টিতে দুটি ম্যাচই ভেস্তে গেল। দুই ম্যাচই ছিল মেলবোর্নে। প্রথম ম্য়াচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান-আয়ার্ল্যান্ড। কিন্তু বৃষ্টিতে সেই ম্যাচ ভেস্তে যায়। দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হয়।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। বৃষ্টি থেমে গেলেও মাঠ ভিজে ছিল। আম্পায়াররা পর্যবেক্ষণের পর জানান, মাঠ খেলার জন্য নিরাপদ নয়। বড়সড় চোট লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে ক্রিকেটারদের। ম্যাচ ভেস্তে যেতে দৃশ্যতই হতাশ দুই শিবির।
আরও পড়ুন: তিনি নন, বরং 'GOAT' হিসাবে এই দুই তারকাকে বাছলেন বিরাট কোহলি