Virat Kohli: তিনি নন, বরং 'GOAT' হিসাবে এই দুই তারকাকে বাছলেন বিরাট কোহলি
Virat KOHLI: এশিয়া কাপের শেষের দিকে শতরানের পর থেকেই ফর্মে রয়েছেন বিরাট। চলতি টি- বিশ্বকাপের দুই ম্যাচেই অর্ধশতরানও পেয়েছেন বিরাট।
সিডনি: মাঝখানে প্রায় তিন বছর কোনওরকম শতরানের দেখা পাননি। তাঁকে নিয়ে সেই সময়ে কম সমালোচনা হয়নি। তবে অফফর্ম কাটিয়ে ফের নিজের ছন্দে বিরাট কোহলি ((Virat Kohli)। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো এক ইনিংস দিয়ে দুর্দান্তভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের অভিযান শুরু করেছেন বিরাট। নেদারল্যান্ডসের বিরুদ্ধেও এসেছে অপরাজিত অর্ধশতরানের ইনিংস। এরপরেই পুনরায় বিরাট কোহলিই সর্বকালের সেরা ক্রিকেটার কি না, সেই নিয়ে ফের একবার জল্পনা শুরু হয়েছে।
'GOAT' ট্যাগ
তবে 'GOAT' ট্যাগ নিয়ে একেবারেই আগ্রহী নন কোহলি। তিনি নিজেকে 'GOAT' বা সর্বকালের সেরা হিসাবে মানতে নারাজ। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সহজ কথা, 'GOAT' ট্যাগের দুইজনকেই মানায়। নিজের বিষয়ে না না প্রচলিত প্রশ্নের জবাব দিচ্ছিলেন বিরাট। তার মাঝেই বিরাটকে এই প্রশ্নটি করা হলে তিনি বলেন, 'না, আমি নিজেকে ক্রিকেটের 'GOAT' বলে কখনই মনে করি না। আমার মতে এই ট্যাগটি পাওয়ার যোগ্যতা শুধুমাত্র দুইজনেরই রয়েছে। তাঁরা হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও ভিভ রিচার্ডস (ViV Richards)।'
কোহলির রেকর্ড
ফর্মে ফিরেছেন বিরাট কোহলি, ব্যাটে আসছে রান। আর বিরাটের ছন্দে ফেরার অর্থই হল রেকর্ড ভাঙা গড়ার খেলা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) বৃহস্পতিবার অর্ধশতরান করেন বিরাট। ম্যাচ জিতেছে ভারত। এই ম্যাচেই ফের একবার এক নতুন রেকর্ড গড়ে ফেললেন বিরাট, পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে। কী রেকর্ড গড়লেন কোহলি?
সেনা দেশে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে সর্বোচ্চ অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করলেন বিরাট। প্রাক্তন ভারতীয় অধিনায়ক অস্ট্রেলিয়ায় ১৭টি, ইংল্যান্ডে ১৮টি, দক্ষিণ আফ্রিকায় নয়টি এবং নিউজিল্যান্ডে পাঁচটি, সব মিলিয়ে মোট ৪৯টি অর্ধশতরান সেনা দেশে করে ফেলেছেন। বৃহস্পতিবারই নিজের ৪৯টি অর্ধশতরানটি হাঁকান তিনি। অপরদিকে, সচিন তেন্ডুলকর অজিভূমে ১৭, ইংল্যান্ডে ১২, নিউজিল্যান্ডে ১০ ও দক্ষিণ আফ্রিকায় নয়টি, সব মিলিয়ে মোট ৪৮টি অর্ধশতরান করেছেন সেনা দেশে।
প্রসঙ্গত, গতকালের ম্যাচে ৬২ রানের ইনিংসের সুবাদে বিরাট আরও এক তারকাকে পিছনে ফেলে, আরও এক নতুন রেকর্ড নিজের নামে করার দিকে একধাপ এগোলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। বৃহস্পতিবার ক্রিস গেলকে পেরিয়ে গেলেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৯৬৫ রান রয়েছে গেলের। এদিনের ইনিংসের পর কোহলির ঝুলিতে ৯৮৯ রান হয়ে গেল। এবং সেটা অনেক কম ম্যাচ খেলে। মাত্র ২৩ ম্যাচে অবিশ্বাস্য ৮৯.৯ গড় রেখে এই রান করেছেন কোহলি। তাঁর সামনে এখন শুধু মাহেলা জয়বর্ধনে।
আরও পড়ুন: নাগাড়ে দ্বিতীয় ম্যাচে মাঠেই নামতে পারলেন না রশিদরা, বৃষ্টিতে ভেস্তে গেল খেলা