T20 World Cup: জিম্বাবোয়েকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-তে প্রথম জয় নেদারল্যান্ডসের
T20 World Cup 2022: জিম্বাবোয়ের টপ অর্ডারের প্রথম তিনজন ক্রিজে বেশিক্ষণ টিকতেই পারেননি। যদিও মিডল অর্ডারে সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন।
অ্যাডিলেড: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিল নেদারল্যান্ডস। জিম্বাবোয়ের বিরুদ্ধে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল ডাচ বাহিনী।অ্য়াডিলেড ওভালে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। কিন্তু ক্রেগ এরভিনের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়।
জিম্বাবোয়ের টপ অর্ডারের প্রথম তিনজন ক্রিজে বেশিক্ষণ টিকতেই পারেননি। যদিও মিডল অর্ডারে সিন উইলিয়ামস ও সিকান্দার রাজা মিলে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। সিন উইলিয়ামস ২৮ রানের ইনিংস খেলেন। রাজা ৪০ রান করেন। কিন্তু লোয়ার অর্ডারও ব্যর্থ হওয়ায় ১৯.২ ওভারে মাত্র ১১৭ রানে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। ডাচ বোলারদের মধ্যে ৩ উইকেট নেন পল ভান মারকারিন। ২টো করে উইকেট নেন ব্রেন্ডন গ্লােভার, লগান ভান বিক, বাস ডি লিডে।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাক্স ওডড ও টম কুপারের পার্টনারশিপই জয়ের ভিত গড়ে দেয় নেদারল্যান্ডসকে। প্রথম জন ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন। ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান বোর্ডে তুলে নেয় নেদারল্যান্ডস।
চাপ কাটানোর চেষ্টা শাকিবের?
বুধবার অ্যাডিলেডে ভারত-বাংলাদেশ দ্বৈরথ। গ্রুপ ওয়ানে দুই দলই ৩টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট করে পেয়েছে। দুই দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় ভারত রয়েছে দুই নম্বরে। বাংলাদেশ তিনে। তবে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশেরও। সেক্ষেত্রে বুধবারের ম্যাচে ভারতকে হারাতেই হবে শাকিবদের। পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জিততে হবে।
ম্যাচের আগের দিন অবশ্য শাকিবের গলায় শোনা গেল অন্য সুর। বললেন, 'অঘটন ঘটাতে পারলে আমরা খুশি হব। দুই দলই কাগজে কলমে আমাদের চেয়ে এগিয়ে। ভাল খেললে আমরা জিতব না কেন? আয়ার্ল্যান্ডকে দেখেছি ইংল্যান্ডকে হারাচ্ছে। জিম্বাবোয়ে এই বিশ্বকাপেই পাকিস্তানকে হারিয়েছে। একইরকম ফল আমাদেরও খুশি করবে।' তাঁর সংযোজন, 'ভারত ফেভারিট। ওরা বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই। আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। আমরা ভারতের বিরুদ্ধে জিতে গেলে সেটাকে অঘটন বলা হবে আমরা জানি। তবে আমরা সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব।'