(Source: ECI/ABP News/ABP Majha)
T20 World Cup: আমি আর রোহিত একইরকম চিন্তাভাবনা করি, সংঘাতের জল্পনা উড়িয়ে বললেন কোহলি
Kohli on Rohit: রোহিত শর্মার সঙ্গে সম্পর্কের শীতলতা নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন বিরাট কোহলি। সঙ্গে জানিয়ে দিলেন, তিনি ও রোহিত একইরকম চিন্তাভাবনা করেন।
মেলবোর্ন: আর ২৪ ঘণ্টাও বাকি নেই। ভারতীয় সময় রবিবার দুপুর দেড়টায় টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাকিস্তান (Ind vs Pak) মহারণ। আর তার আগে রোহিত শর্মার সঙ্গে সম্পর্কের শীতলতা নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন বিরাট কোহলি। সঙ্গে জানিয়ে দিলেন, তিনি ও রোহিত একইরকম চিন্তাভাবনা করেন।
মেলবোর্নে ভারত-পাকিস্তান ম্যাচের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে কোহলি বলেছেন, 'কীভাবে বড় টুর্নামেন্টে জিতব এবং তার জন্য আমাদের পরিকল্পনা ও প্রস্তুতি কেমন হওয়া উচিত, তা নিয়ে আমরা (বিরাট ও রোহিত) সব সময় কথা বলি। আমি দলে ফেরার পর থেকে আবহটা চমৎকার। পারস্পরিক সম্পর্ক এত ভাল হলে মনে হয়, দলের জন্য সব কিছু করতে পারি। তাই আমাদের বোঝাপড়া ও খেলা নিয়ে চিন্তাভাবনা একইরকম।'
বোঝাপড়ায় জোর
বিরাট কোহলির নেতৃত্ব থেকে অপসারণ ও রোহিত শর্মার দায়িত্বপ্রাপ্তির পর থেকে দুই তারকার সম্পর্ক নিয়ে নানারকম জল্পনা। কেউ কেউ এমনও বলেন যে, মাঠের বাইরে পারতপক্ষে কথাবার্তা বলেন না কোহলি ও রোহিত। যদিও সেই সমস্ত জল্পনাকে মাঠের বাইরে উড়িয়েছেন কোহলি। বলেছেন, 'আমরা সমস্তরকম দুর্বলতা, এমনকী তা সামান্য হলেও, দূর করার জন্য একসঙ্গে কাজ করি। এগুলো সবই আমাদের বৃহত্তর লক্ষ্যের ধাপ। দলের প্রত্যেকেই খুব চাপমুক্ত রয়েছে। সকলেই আত্মবিশ্বাসী। চাপের মুখে কে কীরকম পারফর্ম করল, সেটাই শুধু গুরুত্বপূর্ণ। এরকম সময়ে আমরা চেষ্টা করি দলটাকে এগিয়ে নিয়ে যেতে এবং এমন প্রভাব বিস্তার করতে যাতে দলের বাকি সকলে স্বস্তিতে থাকে। একবার ছন্দ পেয়ে গেলে সকলেই বুঝে যায় যে, এখান থেকে এগিয়ে যাওয়া সম্ভব।'
রোহিতের ভাবনায় এশিয়া কাপ
আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। আগেই এমনটা জানিয়ে দিয়েছিলেন জয় শাহ। বোর্ড সভাপতি রজার বিনিও জানিয়েছিলেন পুরো বিষয়টাই কেন্দ্রের ওপর। সরকারের তরফে সবুজ সংকেত না পেলে কোনওভাবেই পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এবার রোহিত শর্মা এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন। আগামীকাল টি-টােয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতের মুখে এশিয়া কাপ।
পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাওয়া প্রসঙ্গে রোহিত বলেন, ''আমরা আপাতত কালকের ম্যাচ নিয়েই ভাবছি। বিশ্বকাপের পর কী হবে দেখা যাবে। বিসিসিআই যে সিদ্ধান্ত নেবে, সেটাই হবে। কিন্তু এই মুহূর্তে আগামীকালের ম্যাচ ছাড়া অন্য় কিছু নিয়ে ভাবছি না।''
আরও পড়ুন: মাঠে সুপারম্যান! ফিলিপসের ফিল্ডিং দেখে বাকরুদ্ধ ক্রিকেটবিশ্ব, বিশ্বকাপের সেরা ক্যাচ?