(Source: Poll of Polls)
T20 WC Ind vs Pak: পাক ম্যাচ ১০ উইকেটে হেরেও বিরাট বলছেন, 'টুর্নামেন্ট এখানেই শেষ নয় '
T20 World Cup: তাও আবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু হারের পরও বিরাট কোহলি মনে করেন যে ভারতীয় দল এখান থেকেই ঘুরে দাঁড়াবে।
দুবাই: লজ্জার হার। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ১০ উইকেটে হার। তাও আবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু হারের পরও বিরাট কোহলি মনে করেন যে ভারতীয় দল এখান থেকেই ঘুরে দাঁড়াবে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে হারের পর ভারত অধিনায়ক বলেন, 'আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। পাকিস্তান আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে। শুরুতেই তিন উইকেট হারালে কাজ কঠিন হয়েই যায়। শিশির পড়বে জানাই ছিল। ব্যাট হাতে পেশাদারদের মতো খেলল পাকিস্তান। যত সহজে ওদের ব্যাটার খেলেছে, এই পিচে খেলা ততটা সহজ ছিল না। আরও ১০, ২০ রান দরকার ছিল আমাদের। কিন্তু পাকিস্তানের দুর্দান্ত বোলিং আমাদের সেটা করতে দেয়নি।' এরপরই তিনি আরও বলেন, 'আমরা নিজেদের ভুলগুলো বুঝতে পেরেছি। পরের ম্যাচে সেইগুলো শুধরে নিয়েই নামার চেষ্টা করব। নিজেদের ক্ষমতা অনুযায়ী দল নামানো হয়েছিল। কিন্তু সেটা কাজে লাগেনি। আরও একজন বোলার নেই কেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু আমি মনে করি শিশির একটা ফ্যাক্টর এখানে। তাই ষষ্ঠ বোলারও কিছু করতে পারত না তেমন। এটাই টুর্নামেন্টের প্রথম ম্যাচ। শেষ ম্যাচ নয়। এখানেই টুর্নামেন্ট শেষ নয় একদমই।'
রবিবার ভারতের ১৫১ রান তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ১৭.৫ ওভারে জয়ের রান তুলে নিল পাকিস্তান। এবং কোনও উইকেট না হারিয়ে। এই প্রথম কোনও টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটে হারল ভারত। পাক অধিনায়ক বাবর আজম ৫২ বলে ৬৮ রানে অপরাজিত রইলেন। ৫৫ বলে অপরাজিত ৭৯ রান করলেন মহম্মদ রিজওয়ান।
ভারতীয় ওপেনার জুটি বড় রান করতে পারেননি ম্যাচে। তবে ব্যাট হাতে স্বমহিমায় ছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। ৪৯ বলে ৫৭ রান করে ভারতীয় ইনিংসের ঊনিশতম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে তিনি যখন কট বিহাইন্ড হয়ে ফিরলেন, প্রাথমিক চাপ কাটিয়ে লড়াই করার মতো স্কোর তুলে ফেলেছে ভারত। শেষ পর্যন্ত রবিবার পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৫১/৭। কিন্তু সেই রান হেসেখেলে তুলে দেয় পাকিস্তান। ভারতের আগামী ম্যাচ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে আগামী ৩১ অক্টোবর।
এদিকে নিজের চেনা মেজাজে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের জয়ের পর একটি পোস্ট করলেন বীরেন্দ্র সহবাগ। কী করলেন পোস্ট? নিজেই দেখে নিন -