Virat Kohli: এক হাতে অবিশ্বাস্য ক্যাচ কোহলির, দুরন্ত ফিল্ডিংয়ে হতবাক করলেন সকলকে
Ind vs Aus: বিরাট কোহলি (Virat Kohli) ফিল্ডিংয়েও যে কীরকম অবিশ্বাস্য কাণ্ড ঘটাতে পারেন, সোমবার তা দেখিয়ে দিলেন ক্রিকেটপ্রেমীদের।
ব্রিসবেন: তাঁর ফিটনেস অনেকের ঈর্ষার কারণ। মাঠে তাঁর ক্ষিপ্রতা দেখে তরুণরা উদ্বুদ্ধ হন। সেই বিরাট কোহলি (Virat Kohli) ফিল্ডিংয়েও যে কীরকম অবিশ্বাস্য কাণ্ড ঘটাতে পারেন, সোমবার তা দেখিয়ে দিলেন ক্রিকেটপ্রেমীদের।
২০তম ওভারে অস্ট্রেলিয়া তখন জয় থেকে আর মাত্র ১১ রান দূরে। বল করছিলেন মহম্মদ শামি। ওভারের তৃতীয় বল ছিল সেটি। ব্যাট করছিলেন প্যাট কামিন্স। তিনি একটি বড় শট মারতে গিয়েছিলেন। তবে লং অনের দিকে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি এবং তিনি সেই বলটি এক হাতে হাওয়ায় লাফিয়ে ধরে ফেলেন। যে ক্যাচ দেখে সকলে চোখ কপালে তুলছেন। কোহলির এমন প্রচেষ্টা দেখে প্যাট কামিন্সও হতবাক হয়ে যান।
View this post on Instagram
ব্যাট হাতে কোহলি সোমবার বড় রান করতে পারেননি। তবে ফিল্ডিং করেই বাজিমাত করে দেন। তার আগে একটি দুরন্ত রান আউটও করেন তিনি। ১৯তম ওভারের দ্বিতীয় বল। জস ইংলিস সিঙ্গলস নিতে চেয়েছিলেন যাতে টিম ডেভিড স্ট্রাইক পেতে পারেন। কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি। কারণ বিরাট কোহলি দ্রুত বলটি ধরে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন। কোহলির এই ক্ষিপ্রতার ফলে বিপজ্জনক ব্যাটার টিম ডেভিড ২ বলে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
আরও পড়ুন: 'দাদা আঙ্কল', মুম্বইয়ে সৌরভের মন জিতে নিল খুদে ভক্ত