এক্সপ্লোর
শ্রীলঙ্কাকে সিরিজে হারিয়ে আইসিসি টি ২০ র্যাঙ্কিংয়ে এগোল ভারত

নয়াদিল্লি: দ্বিতীয় টি ২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৮ রানে হারিয়ে ভারত সিরিজ ২-০ জিতে নিল। সেই সঙ্গে ভারত আইসিসি টি ২০ র্যাঙ্কিংয়ে দুই নম্বরে পৌঁছেগেল। এর আগে র্যাঙ্কিংয়ে ভারত ছিল চতুর্থ স্থানে। টি ২০ র্যাঙ্কিংয়ে প্রথম স্থানটি ধরে রেখেছে পাকিস্তান। টি ২০ ছাড়াও একদিনের ক্রিকেটেও র্যাঙ্কিংয়ে দুই নম্বরে ভারত। টেস্ট ফর্ম্যাটে ১ নম্বর ভারত। দ্বিতীয় টি ২০ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুলের তুফানি ইনিংসে ভর করে ৫ উইকেটে ২৬০ রানের বিশাল স্কোর খাড়া করে ভারত। ৪৩ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক রোহিত। রাহুল ৪৯ বলে ৮৯ রান করেন। রান তাড়া করতে নেমে নিরোশন ডিকওয়েলা (২৫), উপুল থরঙ্গা (৪৭) এবং কুশল পেরেরা (৭৭)-রা সাধ্যমতো চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা যথেষ্ট ছিল না। ১৭.২ ওভারে ১৭২ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ম্যাচ মুম্বইতে আগামী ২৬ ডিসেম্বর।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















