Ind vs Ban: বাংলাদেশের কাছে হারের পর রোহিত-কোহলিদের কাটা ঘায়ে নুনের ছিটে, দিতে হচ্ছে জরিমানা
BCCI: বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে হারের জ্বালা জুড়নোর আগেই ফের ধাক্কা রোহিত শর্মাদের (Ind vs Ban) জন্য। এবার মোটা অঙ্কের জরিমানা হল ভারতীয় দলের।
ঢাকা: বাংলাদেশের কাছে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে হারের জ্বালা জুড়নোর আগেই ফের ধাক্কা রোহিত শর্মাদের (Ind vs Ban) জন্য। এবার মোটা অঙ্কের জরিমানা হল ভারতীয় দলের। যা টিম ইন্ডিয়াকে অস্বস্তিতে ফেলবে।
রবিবার মীরপুরে বাংলাদেশের কাছে রুদ্ধশ্বাস ম্যাচ এক উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে সেই ম্যাচে স্লো ওভার রেট ছিল ভারতের। এক-আধ ওভার নয়, নির্ধারিত সময়ে পুরো চার ওভার পিছিয়ে ছিল ভারত। যে কারণে ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৮০ শতাংশ কাটা গিয়েছে। যা রোহিতদের হারের জ্বালা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।
আইসিসি সংবিধানের ২.২২ ধারায় কোনও দল নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করলে ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা যায়। ভারতীয় দল সেখানে ৪ ওভার পিছিয়ে ছিল। যে কারণে ৮০ শতাংশ ম্যাচ ফি কাটা যাচ্ছে রোহিত-বিরাটদের।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে (India vs Bangladesh 1st ODI) মাত্র ১৮৬ রানের পুঁজি নিয়েও একসময় জয়ের ভীষণ কাছাকাছি চলে এসেছিল ভারতীয় দল (Team India)। তবে শেষমেশ মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের বাংলাদেশের হয়ে দশম উইকেটে রেকর্ড ৫১ রানের পার্টনারশিপে ভর করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এত কাছে এসেও পরাজয়, ম্যাচ হেরে দলের চাপ সমলানোর ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
ব্যাটাররা যথেষ্ট রান তুলতে পারেননি, একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন রোহিত। তবে বোলারদের লড়াইকে কুর্নিশ জানাতেও ভোলেননি তিনি। রোহিত বলেন, 'ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। আমরা ব্যাট ভাল না করলেও, দুরন্তভাবে লড়াইয়ে ফিরে আসি। বোলাররা খুব ভাল বোলিং করে শেষ পর্যন্ত আমাদের লড়াইয়ে রেখেছিল। শেষমেশ আরও একটা উইকেট নিতে পারলে তো ভালই হতো। তবে আমার গোটা ইনিংস জুড়েই ভাল বল করি। সমস্যা হল বোর্ডে যথেষ্ট রানই ছিল না। আরও ৩০ থেকে ৪০ রান যদি করতে পারতাম, তাহলে হয়তো ফলাফল ভিন্ন হলেও, হতে পারত। কেএল এবং ওয়াশি (ওয়াশিংটন সুন্দর) দলকে সেই দিকে এগিয়েও নিয়ে যাচ্ছিল। কিন্তু মিডল অর্ডারে আমরা একটু বেশিই উইকেট হারিয়ে ফেলি এবং সেখান থেকে ফিরে আসাটা কোনও সময়েই সহজ নয়।'
আরও পড়ুন: আজ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবেন নেমার? কী বলছেন ব্রাজিলের কোচ?