এক্সপ্লোর
Advertisement
IND vs AUS, Adelaide Test India Playing XI: একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা ভারতের, দলে ঋদ্ধি, নেই শুভমান
আগামীকাল অ্যাডিলেডে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্ট শুরুর একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট।
অ্যাডিলেড: আগামীকাল অ্যাডিলেডে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্ট শুরুর একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারতের টিম ম্যানেজমেন্ট। গাওস্কর-বর্ডার সিরিজের প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ- বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক অগ্রবাল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ।
অনুশীলন ম্যাচে ভালো পারফরম্যান্স করার পরও শুভমন গিলের টেস্টে অভিষেকের সুযোগ হল না। উইকেটরক্ষকের দায়িত্ব অধিনায়ক ঋদ্ধিমানের হাতেই রেখেছেন। নভদীপ সাইনি ও মহম্মদ সিরাজের পরিবর্তে উমেশের অভিজ্ঞতাতেই আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।
চলতি সিরিজে চারটি টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট দিন-রাতের। গোলাপি বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ায় প্রথম খেলবে ভারত। এই টেস্টের আগে ভারতের প্রথম একাদশ কেমন হবে, তা নিয়ে ক্রিকেট মহলে জল্পনা চলছিল। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেনে মায়াঙ্কের সঙ্গী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছিল। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই শুভমানকে ওপেনার হিসেবে খেলানোর পক্ষে সওয়াল করেছিলেন। কারণ, পৃথ্বীকে এ বছর চেনা ছন্দে দেখা যাচ্ছে না। নিউজিল্যান্ড সফরের পর আইপিএলেও তাঁর পারফরম্যান্স খুবই খারাপ ছিল। এ সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট এই প্রতিশ্রুতিমান ওপেনারের ওপরই ভরসা রয়েছে।অর্থাৎ অভিষেকের জন্য শুভমানের অপেক্ষার মেয়াদ আরও বাড়ল।
যদিও দুটি প্রস্তুতি ম্যাচেই ব্যাট হাতে প্রভাবিত করেছেন ২১ বছরের শুভমান। দ্বিতীয় অনুশীলন ম্যাচ খেলা হয়েছিল গোলাপি বলে। সেই ম্যাচেও দুই ইনিংসে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে দুটি ইনিংস যথাক্রমে ৪৩ ও ৬৫ রান করেছিলেন।
অন্যদিকে পৃথ্বীকে সুনীল গাওস্কর ও অ্যালান বর্ডারের মতো প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যানদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। দুজনেই বলেছিলেন, দিনের শুরুতেই টেস্ট ক্রিকেটে বড় বেশি শট খেলছেন পৃথ্বী।
পৃথ্বী ও হনুমাকে নিয়ে কথা বলতে গিয়ে কোহলি বলেছিলেন, টেস্ট ক্রিকেটের এই পর্যায়ে শুভমান এখনও সুযোগ পায়নি আর ও যখন সুযোগ পাবে তখন তা হবে খুবই আকর্ষণীয়। কারণ ও খুবই আত্মবিশ্বাসী। পৃথ্বী টেস্ট পর্যায়ে পারফর্ম করেছে। কিন্তু অস্ট্রেলিয়ায় ও প্রথম খেলবে। ওর কতটা অগ্রগতি ঘটেছে, তাও দেখার।
এছাড়াও টিম ম্যানেজমেন্ট হনুমা ও পঞ্চম বোলারকে নিয়ে কিছুটা দোটানায় ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইনআপের কথা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৬ ব্যাটসম্যান নিয়েই নামছে। হনুমাকে এক্ষেত্রে পার্ট টাইম স্পিনারের ভূমিকায় দেখা যেতে পারে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
আন্তর্জাতিক
খবর
Advertisement