India tour to Zimbabwe: বিশ্রামে রোহিত-কোহলি, জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন কারা?
Team India: বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন শিখর ধবন।
মুম্বই: জিম্বাবোয়ে সফরের জন্য দল ঘোষণা করল ভারত (Ind vs Zim)। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত (Team India)। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হল শনিবার।
বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন শিখর ধবন। যিনি সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং ধবনের নেতৃত্বে ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল ভারত। ফের ধবনের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকেরা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত তিনটি ওয়ান ডে খেলবে ১৮, ২০ ও ২২ অগাস্ট। তিনটি ম্যাচই খেলা হবে হারারেতে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ শুভমন গিল রয়েছেন দলে। দীপক হুডাকেও রাখা হয়েছে। তবে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার। রাখা হয়নি কে এল রাহুলকেও। রাহুলের ফিটনেস নিয়ে এখনও সংশয় রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে নির্বাচিত হলেও করোনা আক্রান্ত হওয়ায় তিনি যেতে পারেননি। জিম্বাবোয়ে সিরিজের দলেও রাখা হয়নি রাহুলকে।
বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকেও। টানা ক্রিকেটের ধকল থেকে বাঁচিয়ে সকলকে তরতাজা রাখাই উদ্দেশ্য নির্বাচকদের। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টানা খেলিয়ে কাউকে ক্লান্ত করে তুলতে চায় না বোর্ড। দীপক চাহার চোট সারিয়ে দলে ফিরেছেন।
#TeamIndia for 3 ODIs against Zimbabwe: Shikhar Dhawan (Capt), Ruturaj Gaikwad, Shubman Gill, Deepak Hooda, Rahul Tripathi, Ishan Kishan (wk), Sanju Samson (wk), Washington Sundar, Shardul Thakur, Kuldeep Yadav, Axar Patel, Avesh Khan, Prasidh Krishna, Mohd Siraj, Deepak Chahar.
— BCCI (@BCCI) July 30, 2022
ঘোষিত ভারতীয় দল: শিখর ধবন (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও দীপক চাহার।