এক্সপ্লোর
Advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে তৈরি টিম ইন্ডিয়া, বলছেন রবি শাস্ত্রী
কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার মাটিতে এবি ডিভিলিয়ার্স, ডেল স্টেইনদের চ্যালেঞ্জ জানানোর মতো অভিজ্ঞতা ও দলগত শক্তি বর্তমান ভারতীয় দলের আছে। দক্ষিণ আফ্রিকায় পৌঁছনোর পর প্রথম সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, ‘চার বছর আগে যদি আমাকে প্রশ্ন করতেন, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানানোর জন্য তৈরি কি না, তাহলে আমি বলতাম, না। কিন্তু এই দল অভিজ্ঞতা সঞ্চয় করেছে। বর্তমান ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চ্যালেঞ্জের জন্য তৈরি। এই দলের সবচেয়ে ভাল ব্যাপার হল, ওরা প্রতিপক্ষ নিয়ে ভাবে না। আমরা সব প্রতিপক্ষকে শ্রদ্ধা করি। আমরা পিচ দেখে সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের পেস বোলাররা ২০ উইকেট নিতে সক্ষম।’
ভারতের পেস বোলারদের শক্তির কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার পিচ প্রস্তুতকারকরা পেসারদের সহায়ক উইকেট তৈরি করার আগে দু’বার ভাববেন কি না, এই প্রশ্নের জবাবে শাস্ত্রী বলেছেন, ‘আমাদের কাছে সব ম্যাচই ঘরের মাঠের ম্যাচ। সেই ম্যাচটা নিউল্যান্ডসে হলেও। আমরা কোনও অজুহাত দিই না, অভিযোগ করি না। পিচ দেখে সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। দু’দলকেই একই পিচে খেলতে হয়। ইংল্যান্ডে সিমিং উইকেটে খেলা হয়, ভারতে ঘুর্ণি পিচ থাকে। ভাল দল হতে গেলে সব পরিবেশেই খেলতে হবে।’
ভারতের কোচ আরও বলেছেন, ভারতের খেলোয়াড়রা বিদেশের মাটিতে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য মুখিয়ে আছেন। দক্ষিণ আফ্রিকা বরাবরই ভাল দল। তবে গত দু’বছরে ভারত ছাড়া আর কোনও দলই বিদেশের মাটিতে ভাল খেলতে পারেনি। ফলে এই সিরিজে ভাল লড়াই হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement