এক্সপ্লোর
প্রযুক্তির সাহায্যেই সচিনের কেরিয়ার দীর্ঘায়িত হয়েছে: শ্রীনাথ
![প্রযুক্তির সাহায্যেই সচিনের কেরিয়ার দীর্ঘায়িত হয়েছে: শ্রীনাথ Technology Helped Tendulkar Extend His Career Srinath প্রযুক্তির সাহায্যেই সচিনের কেরিয়ার দীর্ঘায়িত হয়েছে: শ্রীনাথ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/08235547/Sachin-AP-580x383-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: প্রযুক্তির সাহায্যে নিজের ব্যাটিংয়ের ভুলগুলি শুধরে নিতে পেরেছিলেন বলেই সচিন তেন্ডুলকর এত বেশিদিন ভারতের হয়ে খেলতে পেরেছেন বলে জানালেন প্রাক্তন পেসার জাভাগল শ্রীনাথ। তাঁর বক্তব্য, সচিনই একবার তাঁকে এ কথা বলেছিলেন।
একটি আলোচনা চক্রে শ্রীনাথ বলেছেন, ভবিষ্যতে কোচের গুরুত্ব কমবে না। তবে প্রযুক্তির ব্যবহার আরও বেশি করতে হবে। যে কোচ যত ভালভাবে প্রযুক্তির ব্যবহার করতে পারবেন, তাঁর গুরুত্ব তত বাড়বে। তিনি নিজে খেলার সময় প্রযুক্তির সাহায্যে বোলিংয়ের ভুলগুলি বুঝতে পারতেন। কিন্তু সেই ভুল শুধরে কীভাবে ভাল খেলবেন, সেটা কোচই দেখিয়ে দিতেন। তাই কোচের ভূমিকা থাকবেই।
প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে শ্রীনাথকে সমর্থন করেছেন অপর এক প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। এই ওপেনিং ব্যাটসম্যান বলেছেন, কম্পিউটারে তথ্য বিশ্লেষণ করে একজন ক্রিকেটার নিজের শক্তি-দুর্বলতা বুঝতে পারেন। কিন্তু মাঠে কীভাবে সেগুলি প্রয়োগ করতে হবে, তা কোচই দেখিয়ে দেন।
![Javagal-Srinath-AFP](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/08235528/Javagal-Srinath-AFP-300x183.jpg)
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)