Bula Chowdhury: পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে ফের বড়সড় চুরি, উধাও পুরস্কার, পদক, স্মারক
Padmashree Swimmer: কয়েক বছর আগেও এমন চুরির ঘটনা ঘটেছিল বুলার হিন্দমোটরের এই বাড়িতে। পুলিশ এখনও পুরোপুরি সেই চুরির কিনারা করতে পারেনি।

হিন্দমোটর: পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর (Bula Chowdhury) বাড়িতে আবারও বড় ধরনের চুরির ঘটনা ঘটল । হুগলির হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িতে বুলারা এখন থাকেন না । মাঝে মধ্যে আসেন । সেই বাড়ির পিছনের দরজা ভেঙে চুরি হয়েছে । প্রচুর পুরস্কার, পদক, স্মারক উধাও হয়েছে বলে জানিয়েছেন বুলা । গোটা ঘর লণ্ডভণ্ড করে রেখে গিয়েছে চোরেরা ।
কয়েক বছর আগেও এমন চুরির ঘটনা ঘটেছিল বুলার হিন্দমোটরের এই বাড়িতে । পুলিশ এখনও পুরোপুরি সেই চুরির কিনারা করতে পারেনি । তার মধ্যেই আবার এমন ঘটনা ঘটল । উত্তরপাড়া থানায় অভিযোগ জানিয়েছে বুলার পরিবার ।
বুলা জানিয়েছেন, হুগলির হিন্দমোটরের দেবাইপুকুর রোডে তাঁর আদি বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে । এই বাড়িতে তিনি ও তাঁর পরিবার এখন থাকেন না । মাঝে মধ্যে যাতায়াত করেন । ফলে অধিকাংশ সময়ে ফাঁকাই থাকে বাড়ি । সেই ফাঁকা থাকার সুযোগ নিয়েই চুরির ঘটনা ঘটেছে । উত্তরপাড়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনাস্থলে বাহিনী নিয়ে গিয়েছেন উত্তরপাড়া থানা আইসি অমিতাভ সান্যাল ।
বুলা রাজনৈতিকভাবে রাজ্যের শাসক দলের ভিন্ন মেরুতে । বাম জমানায় তিনি বামফ্রন্টের বিধায়ক হয়েছিলেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতের অমিলও হয়েছে । বাংলার সাঁতারের দুর্দশা নিয়েও একাধিকবার সরব হয়েছেন । কয়েক বছর আগেও তিনি বলেছিলেন, 'সাঁতারের জন্য চারটে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি । কিন্তু এই রাজ্য থেকে আগামী দিনের এমন চ্যাম্পিয়ন সাঁতারু তৈরি করতে পারলাম না, যারা গোটা দেশের জন্য সম্মান আনতে পারে ।'
বুলা জানিয়েছিলেন, অন্য রাজ্যের প্রস্তাব থাকলেও তিনি বাংলা ছেড়ে কখনওই যাননি । বুলা বলেছিলেন, 'পাশের রাজ্য ঝাড়খণ্ড বা মহারাষ্ট্রে একই ছাদের তলায় সুইমিং পুল, জিম-সহ সুন্দর পরিকাঠামো তৈরি হচ্ছে । কিন্তু আমার রাজ্যে কিছুই হচ্ছে না । যদি পরবর্তী প্রজন্মের সাঁতারুদের জন্য কিছু নাই করে যেতে পারি, তাহলে রাষ্ট্রপতি সম্মান ঘরে সাজিয়ে রেখে লাভ কী? প্রয়োজনে সেগুলোকে ফিরিয়ে দেব ।'
জেলায় প্রতিভার অভাব নেই বলেই বরাবর জানিয়েছেন বুলা । কিন্তু আধুনিক সুইমিং পুল, প্রশিক্ষিত ট্রেনার, জিমন্যাসিয়াম-সহ তাদের গড়ে তোলার পরিকাঠামো পর্যাপ্ত নয় বলে মত তাঁর ।






















