এক্সপ্লোর
Advertisement
দেখুন: এই সেঞ্চুরি কেন এত গুরুত্বপূর্ণ, কীভাবে সেলিব্রেশন, কার্তিককে জানালেন রাহুল
নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি ২০ ম্যাচেই সেঞ্চুরি করলেন ভারতের কে এল রাহুল। তাঁর ব্যাটিং ঝড়ে কার্যত উড়ে গেল ইংল্যান্ড। রাহুলের এই সেঞ্চুরি তাঁর কেরিয়ারের একটা গুরুত্বপূর্ণ সময়ে এল। বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেননি। ব্যাটিংয়ের সময় এই কথাটা তাঁর মাথায় ঘুরছিল।
রাহুলের ৫৪ বলে ১০১ রানের ইনিংস ভারতের জয়ের পথ সুগম করে দেয়। ১০ বল বাকি থাকতেই জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
প্রথম ম্যাচ জয়ের পর দীনেশ কার্তিক হাল্কা মেজাজে রাহুলের ইন্টারভিউ নেন। ইন্টারভিউতে রাহুল বলেন, এই সেঞ্চুরি খুবই সন্তোষজনক। আন্তর্জাতিক ক্রিকেটে কয়েকটি সেঞ্চুরি করেছি। কিন্তু এটা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, শেষ সেঞ্চুরিটা আমি দু বছর আগে করেছিলাম।
উল্লেখ্য, এর আগে রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৬-তে টেস্টে ম্যাচে চেন্নাইতে ১৯৯ রান করেছিলেন।
রাহুল বলেছেন, এরমধ্যে আমি আইপিএল ও টেস্টে হাফসেঞ্চুরি করেছি। ওয়ানডে দলে কখনও জায়গা পাচ্ছিলাম, কখনও বাইরে ছিলাম। গত এক-দেড় বছর চোটের সমস্যা, ভুগতে হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি খুবই কঠিন ছিল। এ জন্যই এই ইনিংসটা এত গুরুত্বপূর্ণ।
DON'T MISS: From his match-winning century, him going through tough times to coming up with new celebration styles, @klrahul11 speaks to @DineshKarthik post #TeamIndia's comprehensive 1st T20I win against England - by @RajalArora Full Video Link----> https://t.co/991dWFlVZp pic.twitter.com/uUl6mK9jl0
— BCCI (@BCCI) July 4, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement