পাকিস্তান হারতেই কান্নায় ভেঙে পড়ল খুদে, শেয়ার করলেন শোয়েব, ভিডিও ভাইরাল
T20 WC: খেলার মাঠে জয় যেমন হাসায়, আনন্দ দেয়, পরাজয় সেরকমই কষ্টকর হয়ে ওঠে সমর্থকদের কাছে। যার প্রমাণ ফের একবার পাওয়া গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের পরাজয়ের পরই।
দুবাই: খেলার মাঠে জয় যেমন হাসায়, আনন্দ দেয়, পরাজয় সেরকমই কষ্টকর হয়ে ওঠে সমর্থকদের কাছে। যার প্রমাণ ফের একবার পাওয়া গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের পরাজয়ের পরই।
শুক্রবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। আর এই হার পাক সমর্থকরা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না। তার প্রমাণ পাওয়া গেল শোয়েব আখতারের (Shoaib Akhtar) পোস্ট করা একটি ভিডিওতে। আখতারের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ হারের পরে একটি শিশু সেটা কিছুতেই মানতে পারছে না। রীতিমতো কাঁদতে দেখা যায় তাকে। ভিডিওতে দেখা যায় বড়রা পাকিস্তানের জাতীয় দলের জার্সি পরা শিশুটিকে সান্তনা দিচ্ছেন। কিন্তু কিছুতেই বাচ্চাটির কান্না থামানো যায়নি।
বৃহস্পতিবার ম্যাথু ওয়েডের অবিশ্বাস্য ইনিংস পাকিস্তানের স্বপ্নভঙ্গ ঘটায়। পাকিস্তানের সেরা বোলার শাহিন আফ্রিদির শেষ ওভারে তিনটি ছক্কা মারতেই পাকিস্তান তাদের এবারের বিশ্বকাপ অভিযান শেষ করে। এরপরে গোটা পাকিস্তানে শোকের ছায়া নেমে আসে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার দল ভালো খেললে এমনটাই হয়। ভক্তরা জড়িয়ে পড়ে। তাই এই বিশ্বকাপ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
এদিকে, টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই পাকিস্তানে রাতারাতি জাতীয় খলনায়কে পরিণত হয়েছেন পেসার হাসান আলি। হারের জন্য তাঁকেই দায়ী করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়তে হচ্ছে হাসান আলিকে। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ট্যুইটারে ট্রেন্ডিং #INDwithHasanAli।
গতকাল অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে গিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার মহম্মদ রিজওয়ান। তিন নম্বরে নামা ফকর জামান ৫৫ রান করে অপরাজিত থাকেন। ৩৯ রান করেন অধিনায়ক বাবর আজম। অস্ট্রেলিয়ার হয়ে মিচেস স্টার্ক জোড়া উইকেট নেন। প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন।
বড় রান তাড়া করতে নেমে তৃতীয় বলেই অধিনায়ক অ্যারন ফিঞ্চের (০) উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর অবশ্য পাল্টা লড়াই করেন ওপেনার ডেভিড ওয়ার্নার (৪৯) ও তিন নম্বরে নামা মিচেল মার্শ (২৮)। তবে পরপর স্টিভ স্মিথ (৫), ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের (৭) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মার্কাস স্টোইনিস (৪০ অপরাজিত) ও ম্য়াথু ওয়েডের (৪১ অপরাজিত) জুটি অসিদের দুরন্ত জয় এনে দেয়।