এক্সপ্লোর
Advertisement
ঘরের ভেতরে সানগ্লাস পরেছো কেন? যুবরাজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা সচিনের
সচিন, হরভজন ও যুবরাজ একসঙ্গে প্রচুর ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন। প্রায় এক দশকেরও বেশি সময় একসঙ্গে খেলেছেন। মাঠে ও মাঠের বাইরে ভাল বন্ধুও তাঁরা। ২০১১ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনজনই।
মুম্বই: হরভজন সিংহের পোস্ট করা পুরনো একটি ছবি। আর সেটাকে ঘিরেই খুনসুটিতে মাতলেন তিন তারকা। সচিন তেন্ডুলকর, হরভজন ও যুবরাজ সিংহ।
হরভজন শুক্রবার একটি ছবি টুইট করেন। ছবিটিতে হরভজনকে দেখা গিয়েছে সচিন ও যুবরাজের সঙ্গে। যুবরাজ সানগ্লাস পরেছিলেন। হরভজন ছবিটির সঙ্গে লেখেন, ‘অতীতের সোনালি দিন। আজীবনের বন্ধু।’
সেই ছবিটি দেখে যুবরাজ মজা করে লেখেন, ‘সচিন ও হরভজন পাজি, আমার চশমাটা দেখো’। এরপরই সচিনের প্রবেশ। বরাবরই যুবরাজের সঙ্গে বেশ মজা করতে দেখা যায় মাস্টার ব্লাস্টারকে। সোশ্যাল মিডিয়াতেও তার অন্যথা হয়নি। সচিন যুবরাজকে খোঁচা দিয়ে মজার ছলে লেখেন, ‘ইন্ডোরে সানগ্লাস পরেছিলে কেন? এখানে তো যুবি-রেজ (পড়ুন ইউভি রেজ বা অতিবেগুনি রশ্মি) নেই...’।Old day gold days @sachin_rt @YUVSTRONG12 friends forever pic.twitter.com/ZkWZwofAWu
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 18, 2019
সচিন, হরভজন ও যুবরাজ একসঙ্গে প্রচুর ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন। প্রায় এক দশকেরও বেশি সময় একসঙ্গে খেলেছেন। মাঠে ও মাঠের বাইরে ভাল বন্ধুও তাঁরা। ২০১১ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনজনই।Why are you wearing a chashma indoors? Yahan toh yUVi rays bhi nahi hai..😜
— Sachin Tendulkar (@sachin_rt) October 19, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement