India Medal Tally, Olympic 2020: টোকিও অলিম্পিক্সে পদক তালিকায় শীর্ষে চিন, ৬৫-তে ভারত
টোকিও অলিম্পিক্সে এপর্যন্ত ভারত ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ জিতেছে। এনিয়ে পদক তালিকায় ৬৫ নম্বরে ভারত। শীর্ষে রয়েছে চিন।
টোকিও : টোকিও অলিম্পিক্সে এপর্যন্ত ভারত ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ জিতেছে। এনিয়ে পদক তালিকায় ৬৫ নম্বরে ভারত। শীর্ষে রয়েছে চিন।
এই মুহূর্তে পদক তালিকায় শীর্ষে রয়েছে চিন। ৩৪টি সোনা, ২৪টি রুপো ও ১৬টি ব্রোঞ্জের হাত ধরে চিনের মোট পদক সংখ্যা ৭৪টি। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকার। আমেরিকা সোনা পেয়েছে ২৯টি, ৩৫টি রুপো ও ২৭টি ব্রোঞ্জ। মোট পদক ৯১টি। তবে, চিনের থেকে সোনার সংখ্যায় কম আমেরিকা। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে জাপান। জাপান সোনা পেয়েছে ২২টি, ১০টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ। মোট ৪৬টি পদক।
এদিকে গতকাল ৬৩ নম্বরে ছিল ভারত। আজ ৬৫ নম্বরে। আজ রবি কুমার দাহিয়া রুপো জেতায় টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক ৫। মীরাবাঈ চানুর পর রবির হাত ধরে টোকিও থেকে এল দ্বিতীয় রুপো। এবারের দ্য গ্রেটেস্ট শো অন আর্থে একেবারে শুরুতেই ভারত্তোলনে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন মীরাবাঈ চানু।
তারপর ব্যডমিন্টনে পিভি সিন্ধু, বক্সিংয়ে লভলিনা বরগোহাঁই আর আজ সকালেই পুরুষদের হকিতে এসেছে ব্রোঞ্জ পদক। দীর্ঘ ৪১ বছর পরে অলিম্পিক্সের মঞ্চে পদকের খরা কাটিয়েছেন মনদীপ-শ্রীজেশরা। তারপর এবার রবির রুপো। এদিকে ব্রোঞ্জ পদকজয়ের ম্যাচে অপর কুস্তিগীর অল্পের জন্য দীপক পুনিয়া হেরে না গেলে হয়ত তাঁর হাত ধরে আজকের দিনে পদকজয়ের হ্যাটট্রিক করে ফেলত ভারত।
আজই টোকিও অলিম্পিক্সের পুরুষদের হকিতে ব্রোঞ্জ জেতে ভারত। জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে জয় হাসিল করে নেন মনদীপ, সিমরনজিতরা। এদিন ৫-৪ গোলে তাঁরা হারিয়ে দেন জার্মানিকে। কড়া টক্কর শেষে শেষ হাসি হাসেন মনপ্রীতরাই। উল্লেখ্য, ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার ভারতের হকি দল পদক জিতছিল। সেবার হকিতে সোনা জিতেছিল ভারত। এবারও সোনা জয়ের লক্ষ্যই ছিল ভারতের। কিন্তু, সেমিতে এসে বেলজিয়ামের বিরুদ্ধে হার মানতে হয় মনপ্রীত, শ্রীজেশদের। যদিও টোকিও থেকে পুরোপুরি খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় হকি দলকে।