Tokyo Olympics 2020 Live: রবির রুপো, কুস্তিগীরের কামালে ভারতের পদক বেড়ে ৫
বুধবারের মতোই বৃহস্পতিবার ভারতীয় ক্রীড়াপ্রেমীরা তাকিয়ে থাকবেন অলিম্পিক্সের মঞ্চে ভারতীয় কুস্তিগীরদের পারফরম্যান্সের দিকেও। মহিলাদের কুস্তিতে ভিনেশ, অংশু মালিকরাও নামছেন বৃহস্পতিবারই।
LIVE

Background
Tokyo Olympics 2020 Live: নজরে গলফ ও রেস ওয়াকিং
ভোর ৪ টে নাগাদ গলফের তৃতীয় রাউন্ডে নামবেন অদিতি অশোক ও দীক্ষা ডাগর। দুপুর ১ টায় মহিলাদের ২০ কিলোমিটার রেস ওয়াকিংয়ে নামবেন ভারতের দুই প্রতিনিধি প্রিয়াঙ্কা গোস্বামী ও ভাবনা জাট।
Tokyo Olympics 2020 updates: আগামীকাল কুস্তিতে নামছেন বজরং পুনিয়া
সকাল ৮টায় নামবেন কুস্তিতে ভারতের হয়ে পদকজয়ের অন্যতম দাবিদার বজরং পুনিয়া। পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল বিভাগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে কাজাখস্থানের এরনাজার আকমাতালিয়েভের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি।
Tokyo Olympics 2020 Live: মহিলাদের হকিতে ব্রোঞ্জ পদকজয়ের ম্যাচ আগামীকাল
ভারতীয় সময় সকাল ৭টায় গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে অলিম্পিক্সের ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে খেলতে নামবে ভারতীয় মহিলা হকি দল।
Tokyo Olympics 2020 updates: শুভেচ্ছাবার্তায় ভাসলেন রবি দাহিয়া
ভারতের হয়ে দ্বিতীয় রুপো তথা পঞ্চম পদক জেতার পর শুভেচ্ছাবার্তায় ভাসলেন রবি দাহিয়া। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী, অভিনেতা থেকে সাধারণ ক্রীড়াপ্রেমী মানুষ, সকলেই শুভেচ্ছাবার্তা জানালেন ভারতীয় কুস্তিগীরকে।
Tokyo Olympics 2020 Live: অলিম্পিক্সে ভারতের ঝুলিতে আপাতত ২ রুপো, ৩ ব্রোঞ্জ
টোকিও অলিম্পিক্সে ভারতের পদকসংখ্যা বেড়ে হল ৫। মীরাবাঈ চানুর পর রুপো জিতলেন রবি দাহিয়া। মাঝে পিভি সিন্ধু, লভলিনা বরগোহাঁই ও আজ সকালেই ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জিতেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
