India Schedule, Tokyo Paralympic 2020: পদকহীন অষ্টমীর ধাক্কা ভুলে প্যারালিম্পিক্সের নবমীতে নজর
India Schedule, Tokyo Paralympic 2020 Matches List: এই মুহূর্তে ২ টি সোনা, ৫ টি রুপো ও ৩টি ব্রোঞ্জ, সবমিলিয়ে মোট ১০ পদক এসেছে ভারতের ঝুলিতে
টোকিও : একঝাঁক সম্ভাবনা শেষমেশ পোডিয়ামে জায়গা করে নিতে পারেনি। তবে প্যারালিম্পিক্সের (Paralympics) অষ্ঠমীতে প্যারা অ্যাথলিটদের লড়াই স্থান করে নিয়েছে মনে। প্যারালিম্পিক্সে শুক্রবার পদকপ্রাপ্তির দিক থেকে হতাশাই সঙ্গী হয়েছে ভারতের। তবে প্রত্যাশার পারদ রয়েছে প্রতিযোগিতার নবমী ঘিরে। এই মুহূর্তে ২ টি সোনা, ৫ টি রুপো ও ৩টি ব্রোঞ্জ, সবমিলিয়ে মোট ১০ পদক এসেছে ভারতের ঝুলিতে। পদকতালিকায় স্থান ৩৪ নম্বরে। আপাতত সেই সংখ্যাটা বৃহস্পতিবার বাড়ে কি না, সেদিকেই নজর দেশের ক্রীড়ামহলের।
একঝলকে বৃহস্পতিবারের প্যারালিম্পিক্সের খেলার সূচি-
- ভোর ৫টা ১৫ মিনিট- ২৫ মিটার মিক্সড পিস্তল যোগ্যতাঅর্জন পর্ব- ভারতীয় প্রতিনিধি আকাশ
- ভোর সাড়ে ৫ টা- ব্যাডমিন্টন, মহিলাদের ডাবলস
- (ভারতের পি কোহলি ও পিডি পার্মার খেলবেন চিনের এইচ চেং ও এইচ মা জুটির বিরুদ্ধে)
- সকাল ৬ টা ১০ মিনিট- ব্যাডমিন্ট- পুরুষদের সিঙ্গলস
- (ভারতের এস সাথীরাজের প্রতিপক্ষ জার্মানির জে এন পট)
- ভোট ৬টা ১০ মিনিট- ক্যানয় স্প্রিন্ট- পি যাদব
- সকাল ৭ টা ১৫ মিনিট- তাইকোন্ডো- মহিলাদের ৪৯ কেজি বিভাগ
- (ভারতের এ এস তানওয়ারের প্রতিপক্ষ সার্বিয়ার ডি জোভানোভিচ)
- বিকেল সাড়ে ৪ টে- পুরুষদের শট পুট- এ অরবিন্দ।
অন্য গুরুত্বপূর্ণ ইভেন্ট
- সকাস সাড়ে ৫ টা- পুরুষদের ফাইভ আ সাইড ফুটবলের ফাইনাল- ফ্রান্স বনাম থাইল্যান্ড
- সকাল ৬ টা- মহিলাদের রোড রেস
- সকাল ৬টা- অ্যাথলেটিক্স-মহিলাদের শট পুটের ফাইনাল
আরও পড়ুন- টোকিও প্যারালিম্পিক্স, কখন কোন ভারতীয় অ্যাথলিট নামছেন, রইল বিস্তারিত
জোড়া সোনা সহ মোট ৫ পদক, প্যারালিম্পিক্স ইতিহাসে ভারতের সোনালি দিন
বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিনে সোনা জিতলেন সুমিত
প্যারালিম্পিক্সে সোনা ভারতের, শ্যুটিংয়ে বাজিমাত অবনী লেখারার