India Medal Tally, Paralympic 2020: জোড়া সোনা সহ মোট ৫ পদক, প্যারালিম্পিক্স ইতিহাসে ভারতের সোনালি দিন
India Medal Tally Standings, Tokyo Paralympic 2020: একলাফে পদকতালিকায় ২৬ নম্বরে পৌঁছে গিয়েছে ভারত।
টোকিও : প্যারালিম্পিক্স (Paralympics) ইতিহাসে ভারতের স্বর্ণখচিত দিন। জোড়া সোনা সহ মোট ৫ পদক। আগের দুটো রুপো ও আজকের ২টি সোনা, ২টি রুপো ও ১টি ব্রোঞ্জের সুবাদে দিনের শেষে প্যারালিম্পিক্সের মঞ্চে ভারতের ঝুলিতে মোট ৭ পদক। একলাফে যার জেরে পদকতালিকায় ২৬ নম্বরে পৌঁছে গিয়েছে ভারত। দিনের শুরুতেই অবনী লেখারা (Avani Lekhara) ও শেষপর্বে সুমিত আন্টিলের (Sumit Antil) সুবাদে সোনা আসে। মাঝে প্যারালিম্পিক্সের আসরে ভারতের সর্বকালের শ্রেষ্ট অ্যাথলিট হিসেবে নিজের স্থান পাকা করে রুপো জয় দেবেন্দ্র ঝাঝারিয়ার (Devendra Jhajharia)। জ্যাভলিনয়েই সুন্দর সিংহ গুরজারের সুবাদে ব্রোঞ্জ। পাশাপাশি ডিসকাস থ্রোয়ার যোগেশ কাথুনিয়ার রুপো।
অবনী ও সুমিতের সোনা (Avani Lekhara And Sumit Antil Wins Gold)
সোমবার সকালেই প্রথম ভারতীয় শ্যুটার হিসেবে সোনা জিতে ইতিহাস গড়েন অবনী লেখারা। মহিলা শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে ২৪৯.৬ স্কোর করে বিশ্বরেকর্ড করেন অবনী। ইউক্রেনের ইরিনা শেটনিকের সঙ্গে যুগ্মভাবে এই বিশ্বরেকর্ড। যোগ্যতা অর্জন পর্বে সাত নম্বরে শেষ করেছিলেন। তারপর দুরন্ত কামব্যাক করে ফাইনালে বাজিমাত অবনীর। আর দিনের শেষপর্বে ৬৮.৫৫ মিটার ছুড়ে পুরুষদের জ্যাভলিনে এফ-৬৪ ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে সোনা জেতেন সুমিত।
এথেন্স, রিওর পর এবার ফের একবার টোকিওতে জ্যাভলিনে ইতিহাস গড়ে পদক জিতলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। টোকিও প্যারালিম্পিক্সে রুপো জিতেছেন এফ ৪৬ বিভাগে। সেই একই বিভাগে সুন্দর সিংহ ব্রোঞ্জ জিতেছেন। ডিসকাসের এফ ৫৬ বিভাগে ডিসকাস থ্রো-এ রুপো জিতলেন যোগেশ কাথুনিয়া। এর আগে রবিবার প্যারালিম্পিক্সে তিনটি পদক জিতেছিল ভারত। টেবিল টেনিসে রুপো জিতেছিলেন ভাবিনাবেন প্যাটেল। পুরুষদের হাইজাম্পে টি ৪৭ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে এশীয় রেকর্ড গড়ে রুপো জিতে নিয়েছেন নিশাদ। যদিও গতকাল পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টে ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেও তা হাতছাড়া হয় ভারতের বিনোদ কুমারের। বিনোদের শারীরিক প্রতিবন্ধকতার ধরন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ অ্যাথলিটরা। যা মান্যতা দিয়ে পদক কেড়ে নেয় প্যারালিম্পিক্স কর্তৃপক্ষ।
আরও পড়ুন-
বিশ্বরেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে পুরুষদের জ্যাভলিনে সোনা জিতলেন সুমিত
প্যারালিম্পিক্সে সোনা ভারতের, শ্যুটিংয়ে বাজিমাত অবনী লেখারার