Tokyo Paralympics 2020: টোকিও প্যারালিম্পিক্স, কখন কোন অ্যাথলিট নামছেন, রইল বিস্তারিত
২৪ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর টোকিওতে এবারের প্যারা অলিম্পিক্স
টোকিও : দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ঐতিহাসিক সাফল্য এসেছে ভারতের ঝুলিতে, অলিম্পিক্সের সাফল্যের রেশ প্যারালিম্পিক্সেও বজায় থাকবে বলেই প্রত্যাশা আসমুদ্রহিমাচলের। ১৯৮৪ প্যারালিম্পিক্স থেকে প্রত্যেকবারের ইভেন্টে খেলতে নেমেছেন ভারতীয় অ্যাথলিটরা। গতবার রিও ডি জেনেরিও প্যারালিম্পিক্সে যেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১৯ জন, এবারে টোকিওতে সেই সংখ্যাটা একলাফে বেড়ে ৫৪। তিরন্দাজি, প্যারা ক্যানিওনিং, অ্যাথলেটিক্স, শুটিং, টেবিল টেনিস, সাঁতার, ব্যাডমিন্টন, পাওয়ারলিফ্টিং, তাইকোন্ডোর মতো ইভেন্টে নামবেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা। গতবারের প্যারালিম্পিক্সের সোনাজয়ী হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে পতাকা বাহকের ভূমিকায় দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানে। মঙ্গলবারই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্যারা অলিম্পিক্সে যোগ দিতে চলা সমস্ত প্যারা অ্যাথলিটের সঙ্গে কথা বলে তাদেরকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রতিযোগিতার দিনক্ষণ- ২৪ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের রাজধানী শহরে অনুষ্ঠিত হবে এবারের প্যারালিম্পিক্স।
কোথায় দেখা যাবে- ডিডি স্পোর্টস চ্যানেলে সরাসরি হবে প্যারালিম্পিক্সের সম্প্রচার। লাইভস্ট্রিম ইউরোস্পোর্টসে। ডিসকভারি প্লাস অ্যাপ বা প্রসার ভারতীয় ইউটিউব চ্যানেলেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।
একঝলকে ইভেন্ট অনুযায়ী অ্যাথলিটদের পরিচয় ও তাদের খেলার সময়-
তিরন্দাজি-
- ২৭ অগাস্ট
- পুরুষদের ব্যক্তিগত বিভাগে- হরবিন্দর সিংহ ও বিবেক চিকারা
- পুরুষদের কম্পাউন্ড ইনডিভিডুয়াল ইভেন্ট- রাকেশ কুমার, শ্যাম সুন্দর স্বামী।
- মহিলাদের কম্পাউন্ড ইনডিভিডুয়াল ইভেন্ট- জ্যোতি বালিয়ান
- কম্পাউন্ড মিক্সড টিম ওপেন- জ্যোতি বালিয়ান ও (নির্ধারিত হবে)
ব্যাডমিন্টন-
- ১ সেপ্টেম্বর
- পুরুষদের সিঙ্গলস- প্রমোদ ভগৎ ও মনোজ সরকার
- মহিলাদের সিঙ্গলস- পলক কোহলি
- মিক্সড ডাবলস- প্রমোদ ভগত ও পলক কোহলি
- ২ সেপ্টেম্বর
- পুরুষদের সিঙ্গলস- সুহাস লানিনকেড়ে ইয়াথিরাজ, তরুণ ঢিলোন (এস এল ৪), কৃষ্ণ নাগর (এসএল ৬)
- মহিলাদের সিঙ্গলস- পারুল পারমার
- মহিলাদের ডাবলস- পারুল পারমার ও পলক কোহলি
প্যারা ক্যানোয়িং-
- ২ সেপ্টেম্বর
- মহিলাদের ভিএল২- প্রাচী যাদব
পাওয়ার লিফটিং-
- ২৭ অগাস্ট
- পুরুষদের ৬৫ কেজি- জয়দীপ দেশাল
- মহিলাদের ৫০ কেজি- সাকিনা খাতুন
সাঁতার-
- ২৭ অগাস্ট
- ২০০ মিটার ব্যক্তিগত মেডলে- সুয়াস যাদব
- ৩ সেপ্টেম্বর
- ৫০ মিটার বাটারফ্লাই- সুয়াস যাদব ও নীরঞ্জন মুকুন্দন
টেবিল টেনিস-
- ২৫ অগাস্ট
- ব্যক্তিগত বিভাগ- সোনালবেন মধুভাই (সি থ্রি), ভাবিনা হাসমুখভাই (সি ফোর)
শুটিং-
- ৩০ অগাস্ট
- পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল- স্বরূপ মহাবীর উনহালকর, দীপক সাইনি
- মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল- আভানি লেখারা
- ৩১ অগাস্ট
- পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল- মনীশ নারওয়াল, দীপেন্দ্র সিংহ, সিংহরাজ
- মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল- রুবিনা ফ্রান্সিস
- ১ সেপ্টেম্বর
- ১০ মিটার এয়ার রাইপেল প্রোন- দীপক সাইনি, সিদ্ধার্থ বাবু ও অবনি লেখারা
- ২ সেপ্টেম্বর
- ২৫ মিটার মিক্সড পিস্তল- আকাশ ও রাহুল জাখর
- ৩ সেপ্টেম্বর
- ৫০ মিটার রাইফেল ৩ পজিশন-দীপ সাহানি (পুরুষ), অবনি লেখারা (মহিলা)
- ৪ সেপ্টেম্বর
- ৫০ মিটার পিস্তল- আকাশ, মনীশ নারওয়াল ও সিংহরাজ
- ৫ সেপ্টেম্বর
- ৫০ মিটার রাইফেল প্রোন- দীপক সাইনি, অবনি লেখারা ও সিদ্ধার্থ বাবু
অ্যাথলেটিক্স-
- ২৮ অগাস্ট
- পুরুষদের জ্যাভলিন থ্রো- রঞ্জিৎ ভাটিয়া
- ২৯ অগাস্ট
- পুরুষদের ডিসকাস থ্রো- বিনোদ কুমার
- পুরুষদের হাই জাম্প- নিশাদ কুমার
- ৩০ অগাস্ট
- পুরুষদের ডিসকাস থ্রো- যোগেশ কাঠুনিয়া
- পুরুষদের জ্যাভলিন থ্রো- সুন্দর সিংহ গুরজার, অজিত সিংহ ও দেবেন্দ্র ঝাঝারিয়া (এফ ৪৬) ও সুমিত আন্থিল, সন্দীপ চৌধুরী (এফ৬৪)
- ৩১ অগাস্ট
- পুরুষদের হাই জাম্প- শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, বরুণ সিংহ ভাটি
- মহিলাদের ১০০ মিটার-সিমরন
- মহিলাদের শট পুট- ভাগ্যশ্রী- মাধবরাও যাদব
- ১ সেপ্টেম্বর
- পুরুষদের ক্লাব থ্রো- ধরমবীর নাইন, অমিত কুমার সারোহা
- ২ সেপ্টেম্বর
- পুরুষদের শট পুট- অরবিন্দ মালিক
- ৩ সেপ্টেম্বর
- পুরুষদের হাই জাম্প- প্রবীন কুমার
- পুরুষদের জ্যাভলিন থ্রো- তেক চন্দ
- পুরুষদের শট পুট- সোমান রাণা
- মহিলাদের ক্লাব থ্রো- একতা ভায়ন, কাসিকা লাকরা
- ৪ সেপ্টেম্বর
- পুরুষদের জ্যাভলিন থ্রো- নভদীপ সিংহ।