T20 WC Ind vs Nz: রবিবার সামনে নিউজিল্য়ান্ড, যে ৫ ভারতীয় ক্রিকেটারের দিকে থাকবে নজর
T20 WC Ind vs Nz: অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্য়ান্ডও হেরে গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তাই রবিবারের ম্যাচ ২ দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ।
শারজা: আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল বিরাট বাহিনীকে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্য়ান্ডও হেরে গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তাই রবিবারের ম্যাচ ২ দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে কোন কোন ভারতীয় ক্রিকেটারের দিকে নজর থাকবে, তা একনজরে দেখে নেওয়া যাক ---
রোহিত শর্মা: পাকিস্তানের বিরুদ্ধে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। শুরুতেই রোহিতের আউট হয়ে যাওয়ায় চাপের মুখে পড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত রানে ফিরবেন আশা করা যায়। টি-টোয়েন্টি ফর্ম্যাটে রোহিতের স্ট্রাইক রেট ও গড়ও দুর্দান্ত।
বিরাট কোহলি: পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি। অধিনায়কোচিত ইনিংস খেললেও দলকে জেতাতে পারেনি। সম্প্রতি প্রকাশিত হওয়া টি-টোয়েন্টি ক্রমতালিকায় নেমে গিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বিরাট চাইবেন বড় রান করে দলকে জেতাতে। পাকিস্তানের বিরুদ্ধে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন ভারত অধিনায়ক।
ঋষভ পন্থ: পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়াে ৩৯ রানের ইনিংস খেলেছিলেন। ব্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের তরুণ উইকেটকিপার ব্য়াটার। আইপিএলেও দারুণ ফর্মে ছিলেন। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধেও ব্যাটার পন্থই ছিলেন দলের মূল ভরসা।
জসপ্রীত বুমরা: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোনও উইকেট না পেলেও একমাত্র কৃপণ বোলার ছিলেন তিনি। ৩ ওভারে ২২ রান দিয়েছিলেন তিনি। দলের পেস বোলিংয়ের প্রধান মুখও বুমরা। নতুন বলে বুমরা সবসময়ই ভয়ঙ্কর। তাঁর ৪ ওভার খেলা নিউজিল্য়ান্ড ব্যাটারদের জন্যও চাপের।
রবীন্দ্র জাদেজা: প্রথম ম্যাচে রবীন্দ্র জাদেজা ব্যাটে-বলে পারফর্ম করতে পারেননি। দলের অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্য়াচে জ্বলে উঠতে চাইবেন জাদেজা।
আরও পড়ুন: ফ্রেঞ্চ ওপেনে স্ট্রেট সেটে জয় সিন্ধুর, চোট পেয়ে ম্যাচ ছাড়লেন সাইনা