![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ABP Exclusive: বিশ্বকাপজয়ী তিন কন্যাকে ৩০ লক্ষ টাকা পুরস্কার দেবে সিএবি
CAB Prize Money: বৃহস্পতিবার কলকাতায় ফিরছেন বিশ্বকাপজয়ী বঙ্গকন্যারা।
![ABP Exclusive: বিশ্বকাপজয়ী তিন কন্যাকে ৩০ লক্ষ টাকা পুরস্কার দেবে সিএবি U19 Womens T20 World Cup: CAB to give 10 lakh rupees each to Titas Sadhu, Richa Ghosh and Hrishita Basu ABP Exclusive: বিশ্বকাপজয়ী তিন কন্যাকে ৩০ লক্ষ টাকা পুরস্কার দেবে সিএবি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/01/dfbbabbce9bc67053f9e2cdbd8319ce6167526053065950_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে (U19 Womens T20 World Cup) চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য ছিলেন তিনজনই। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হন তাঁদেরই একজন। তিতাস সাধু (Titas Sadhu), রিচা ঘোষ (Richa Ghosh) ও হৃষিতা বসু (Hrishita Bose)। বিশ্বকাপজয়ী তিন কন্যাকে এবার বিশেষ স্বীকৃতি দিচ্ছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন, তিন ক্রিকেটারকে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
আগামীকাল, বৃহস্পতিবার কলকাতায় ফিরছেন বিশ্বকাপজয়ী দলের বঙ্গকন্যারা। বৃহস্পতিবার তাঁদের বিমানবন্দরে স্বাগত জানাতে যাবেন সিএবি কর্তারা। ফুল-মালা-মিষ্টি দিয়ে বিমানবন্দরে স্বাগত জানানো হবে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের।
বুধবার সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, 'অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলে তিনজন বঙ্গকন্যা, এটা আমাদের কাছে সত্যিই গর্বের মুহূর্ত। তিতাস, রিচা ও হৃষিতা বাংলার ক্রিকেটের মুখ উজ্জ্বল করেছে। ওরা আরও অনেক সাফল্য এনে দেবে বাংলা তথা ভারতীয় ক্রিকেটকে। ওদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেব আমরা।'
৩ ফেব্রুয়ারি সিএবি-র প্রতিষ্ঠা দিবস। সেদিন ফ্র্যাঙ্ক ওরেল ডে-ও পালিত হয়। সেদিন রক্তদান শিবির হবে ইডেন গার্ডেন্সে। পাশাপাশি জেলায় জেলায় সিএবি অনুমোদিত বিভিন্ন ক্রিকেট সংস্থায় হবে রক্তদান শিবির। রক্তদাতাদের যে শংসাপত্র দেওয়া হবে, তাতে সই করবেন মনোজ তিওয়ারি। এর আগে ব্রায়ান লারা, ভি ভি এস লক্ষ্মণের মতো তারকারা ফ্র্যাঙ্ক ওরেল ডে-র রক্তদাতাদের শংসাপত্রে সই করেছেন। এবার রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা বাংলার রাজ্য দলের অধিনায়ক মনোজ সই করবেন সার্টিফিকেটে।
এদিকে, আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে কল্যাণীতে কুমোরটুলির বিরুদ্ধে স্থানীয় ক্রিকেটের ম্যাচে দল তুলে নিয়েছিল জর্জ টেলিগ্রাফ। পাশাপাশি জর্জ টেলিগ্রাফের ক্রিকেটারদের বিরুদ্ধে আম্পায়ারের উদ্দেশে অশ্লীল মন্তব্য করা ও বাউন্ডারি লাইনের ধারে সিএবি-র পতাকায় লাথি মারার অভিযোগ উঠেছিল। এ নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসছেন সিএবি কর্তারা। সিএবির আম্পায়ারস কমিটির প্রধান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলছিলেন, 'নিয়ম মাফিক ৮ পয়েন্ট দেওয়া হতে পারে কুমোরটুলিকে। তবে আম্পায়ারের উদ্দেশে অশ্লীল মন্তব্য করা বা সিএবির ফ্ল্যাগে লাথি মারার অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত ক্রিকেটারেরা নির্বাসিতও হতে পারে। সিএবি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।'
আরও পড়ুন: ধোনির রাজ্যের বিরুদ্ধে লিড নিল বাংলা, সেমিফাইনালে আমরাই খেলব, বলছেন আত্মবিশ্বাসী মনোজ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)