UCL Final 2023: ম্যান সিটিই সবচেয়ে শক্তিশালী দল, দাবি ইন্টার কোচের, ফাইনালের আগেই শুরু মনস্তাত্বিক লড়াই?
Inter Milan: নিজেদের চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের লক্ষ্যে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে মাঠে নামবে ইন্টার মিলান।
ইস্তানবুল: ২০১০ সালে হোসে মোরিনহোর অধীনে শেষবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League Final 2023) জয়ী হয়েছিল ইতালির ক্লাব ইন্টার মিলান (Inter Milan)। সেবার নেরাজুরি ট্রেবল জিতলেও, আর চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে পারেনি। এক দশকের অধিক সময়ের সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ রয়েছে রোমেলু লুকাকুদের সামনে। ইউরোপের সেরা হওয়ার লড়াইয়ে তাঁদের প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার সিটি।
মাঠে নামার আগেই কিন্তু চাপ তৈরির খেলা শুরু করে দিলেন ইন্টার মিলান কোট সিমোনে ইন্জাঘি (Simone Inzaghi)। খেতাবি লড়াইয়ের আগে সাংবাদিক সম্মেলনে প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার সিটিকেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলের তকমা দিলেন ইন্টার কোচ। ইন্জাঘি বলেন, 'আমরা জানি আমাদের সামনে এক কঠিন চ্যালঞ্জ অপেক্ষা করে রয়েছে। ম্যাঞ্চেস্টার সিটি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। তবে আমরা নিজেদের শক্তি ও দুর্বলতা জানি এবং (টুর্নামেন্টে) এতদূর আসতে পেরে আমরা গর্বিত। আমরা যাতে গোটা ম্যাচে নিজেদের মনোযোগ ধরে রাখতে পারি, তার জন্য যা যা সম্ভব সবটা করব। ম্যাচে যাতে ভুলত্রুটি যতটা সম্ভব কম হয়, সেইদিকেও নজর রাখতে হবে। এত শক্তিশালী এক দলের বিরুদ্ধে জিততে হলে এগুলি করা অত্যন্ত প্রয়োজনীয়।'
নিজের দলের বিষয়ে কথা বলতে গিয়ে ইন্জাঘি জানান, 'একটা শক্তিশালী দল এবং দারুণ খেলোয়াড়দের কোচের করার সৌভাগ্য হয়েছে আমার। এই স্কোয়াড বিগত ২০ মাস ধরে আমায় অনেক আনন্দ দিয়েছে। ক্লাবের সমর্থক ও কর্ণধারদের বেশ খুশি করতে পেরেছি আমরা। এই ম্যাচের আগে সকলেই খুব শান্ত রয়েছে এবং আমরা ভালভাবেই অনুশীলনও সেরেছি।'
The best of the best on the ultimate stage 🇹🇷 #UCLfinal x @Dan_Draws pic.twitter.com/NEUtT0jsFv
— UEFA Champions League (@ChampionsLeague) June 10, 2023
ইন্টার মিলান এ মরসুমে লিগ খেতাব জিততে না পারলেও, ইতিমধ্যেই কোপা ইতালিয়া খেতাব জিতেছে। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিজেদের জায়গাও পাকা করেছেন লাউতারো মার্তিনেজরা। এবার তাঁদের লক্ষ্য খেতাব জয়। দুই শক্তিধর দলের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারতেন সমর্থকরা।
অপরদিকে, ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) আগেই এ মরসুমের প্রিমিয়ার লিগ জিতে নিয়েছিল। সদ্যই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটডকে হারিয়ে এফএ কাপেও কব্জা করেছে সিটি। এবার যদি গুয়ার্দিওলার দল চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে পারে, তাহলে ১৯৯৯ সালে ম্যান ইউনাইটেডের পর মাত্র দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসাবে ট্রেবল জিতে নেবে সিটি। গুয়ার্দিওলা বার্সেলোনা ছাড়ার পর জার্মানি, ইংল্যান্ডে প্রচুর লিগ, কাপ জিতলেও, তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। এই নিয়ে তাঁকে সমালোচনারও শিকার হতে হয়েছে। এবার সেই সমালোচনা মুছে ফেলার একটি বড় সুযোগ রয়েছে পেপের সামনে।
আরও পড়ুন: লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা