UEFA Champions League: ১৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান
UEFA Champions League 2023: প্রথম লেগে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ইন্টার। দ্বিতীয় লেগেও এসি মিলানকে হারিয়ে ফাইনালের জায়গা নিশ্চিত করে ইন্টার মিলান।
জুভেন্তাস: শেষবার ২০১০ সালে ফাইনালে উঠেছিল দলটি। এরপর ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League Final) ফাইনালে ফের জায়গা করে নিল ইন্টার মিলান (inter Milan)। সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানকে ১-০ ব্যবধানে হারিয়ে দেয় ইন্টার মিলান। প্রথম লেগে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ইন্টার। আগামী ১১ জুন ফাইনালে খেলতে নামবে ইন্টার। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নেয় ইতালির ক্লাবটি।
আগামী ১০ জুন ইস্তাম্বুলে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সেখানে ইন্টার মিলান মুখোমুখি হবে হয় রিয়াল মাদ্রিদের নয়ত ম্যান সিটির। তিনবারের চ্যম্পিয়ন্স লিগ খেতাব জয়ী ইন্টার মিলান বায়ার্ন মিউনিখে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ইন্টারের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন লওতারো মার্টিনেজ। রোমেলু লুকাকুর সঙ্গে ওয়ান-টু খেলে দারুণ এক শটে ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। সেমিফাইনালের প্রথম লেগ ছিল এসি মিলানের ‘হোম’ ম্যাচ। যেখানে দাপটের সঙ্গে জিতে এগিয়ে গিয়েছিল ইন্টার। একই মাঠে আজ নিজেদের ‘হোম’ ম্যাচে সিমোন ইনজাগির দল এতটা দাপট দেখাতে না পারলেও আসল কাজটা ঠিকই করে গেছে, রক্ষণ সামলেছে দারুণভাবে। এসি মিলানের হয়ে থিও হার্নান্ডেজ অল্পের জন্য গোলের সুযোগ মিস করেন। তাঁর শট বারের ওপর দিয়ে চলে যায়।
কুকর কামড়াল অর্জুনকে
অর্জুন ও যুদ্ধবীরের সাক্ষাতের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় লখনউ সুপার জায়ান্টসের তরফে পোস্ট করা হয়। দেখা হতেই দুইজনে একে অপরকে জড়িয়ে ধরেন। এরপরেই যুদ্ধবীর অর্জুনের আঙুলে কী হয়েছে, তা জানতে চান। জবাবে অর্জুন জানান, দুর্ভাগ্যবশত তাঁর আঙুলে একটি কুকুর কামড়ে দিয়েছে। বাঁ-হাতি বোলার অর্জুনের বাঁ-হাতেই কুকুর কামড়ানোয় আজকের ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, সেই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, গত মাসেই অর্জুন বহু প্রতীক্ষার পর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই নিজের আইপিএল অভিষেক ঘটান। তবে কিছু ম্যাচে সুযোগ পেলেও খুব আহামরি পারফর্ম করতে পারেননি সচিনপুত্র। তিনি চার ম্যাচ খেলে মাত্র তিনটি উইকেট নেন। এরপরেই পল্টনদের একাদশ থেকে ড্রপ করা হয় অর্জুনকে। বিগত বেশ কিছু ম্যাচ খেলেননি তিনি।
গতকাল মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নেমেছিল লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচে মুম্বই হেরে গিয়েছিল। লখনউ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তিনে উঠে আসে।