UEFA EURO 2020 Updates: পেরিসিচ-হীন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আজ নামছে স্পেন, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
ক্রোট তারকা লুকা মদ্রিচ কেরিয়ারের শেষ ইউরোতে খেলছেন। দলকে আরও একবার সাফল্য এনে দিতে মরিয়া থাকবেন তিনি।
কোপেনহাগেন: টুর্নামেন্টের শুরুর দিকে বলা হচ্ছিল, স্পেন সব পারে শুধু গোল করতে পারে না। স্লোভাকিয়ার বিরুদ্ধে অবশ্য সমস্ত সমালোচনা থামিয়ে দিয়েছেন স্পেনের ফুটবলাররা। ইউরো কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষকে ৫-০ গোলে দুরমুশ করেছে স্পেন। আজ, সোমবার ইউরো কাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের সামনে ক্রোয়েশিয়া। ক্রোটদের হারিয়ে লুই এনরিকের দল পারবে কোয়ার্টার ফাইনালের টিকিট জোগাড় করতে?
এই ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। একদিকে যেমন স্পেন কোচ লুই এনরিকের কাছে এই ম্যাচ নিজেকে প্রমাণের অগ্নিপরীক্ষা। একই সঙ্গে গ্রুপ পর্বে সেরা ছন্দে পাওয়া না গেলেও, নক আউট পর্বে নিজেদের সেরাটা দিতে মরিয়া মোরাতা, লাপোর্তে, তরেসরা।
ক্রোট তারকা লুকা মদ্রিচ কেরিয়ারের শেষ ইউরোতে খেলছেন। দলকে আরও একবার সাফল্য এনে দিতে মরিয়া থাকবেন তিনি। তবে ক্রোয়েশিয়াকে কিছুটা ব্যাকফুটে রাখবে ইভান পেরিসিচের অনুপস্থিতি। করোনা আক্রান্ত হওয়ায় স্পেনের বিরুদ্ধে খেলতে পারবেন না ইন্টার মিলানের উইঙ্গার।
গ্রুপ পর্বে সুইডেন ও পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করার পর স্পেনের পারফরম্যান্স ও কোচ লুই এনরিকের কোচিং নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও শেষ ম্য়াচে ঘুড়ে দাঁড়ায় স্পেন। স্লোভাকিয়ার বিরুদ্ধে ৫-০ গোলে জিতে পরের রাউন্ডের টিকিট পাকা করে। কিন্তু আজ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লড়াইটা যে বেশ কঠিন হতে চলেছে তা ভালো করেই জানেন স্প্যানিশ কোচ। মদ্রিচ-ব্রোজোভিচ সমৃদ্ধ ক্রোয়েশিয়া দলকে যথেষ্ট সমীহ করছেন এনরিকে।
ইউরো কাপের শুরুটা ভালো হয়নি ২০১৮ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে হার, চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ড্র। গ্রুপ লিগের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে লুকা মদ্রিচ ম্য়াজিকে ভর করে ৩-১ গোলে ম্যাচ জেতেন ক্রোটরা। যার ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় পৌঁছয় তারা। স্পেনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগেই আরও একবার সেই মদ্রিচ ম্যাজিকের অপেক্ষায় ক্রোট কোচ থেকে শুরু করে সমর্থক, সকলেই।
কখন, কোথায় দেখবেন ম্যাচ: স্পেন বনাম ক্রোয়েশিয়া ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। খেলা শুরু রাত ৯.৩০।