Sachin Tendulkar: নিজেদের খাবার বাঁচিয়ে পাখিদের খাওয়াচ্ছে স্কুলের বাচ্চারা, দেখে মুগ্ধ সচিন
UNICEF: শ্রীলঙ্কার (Sri Lanka) কিছু খুদের কাণ্ড মন জিতে নিয়েছে সচিনের। যিনি ইউনিসেফের (UNICEF) দূতও। সেই কাজে বিশ্বের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক প্রচার চালান।
মুম্বই: তিনি ক্রিকেট মাঠের কিংবদন্তি। বিশ্বের তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিতেন। তাঁকে নিয়ে ১৯৯৮ সালের ভারত সফরের সময় শ্যেন ওয়ার্নের সেই বিখ্যাত উক্তি, ‘ঘুমের মধ্যেও দেখছি আমার বল ওড়াচ্ছে...’।
সেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) মাঠের বাইরে উদার। মানবিক। কখনও সাফাইকর্মীদের সঙ্গে জঞ্জাল পরিষ্কার করার কাজে নিজেই হাত লাগাচ্ছেন। কখনও আবার দুঃস্থ শিশুদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছেন।
শ্রীলঙ্কার (Sri Lanka) কিছু খুদের কাণ্ড মন জিতে নিয়েছে সচিনের। যিনি ইউনিসেফের (UNICEF) দূতও। সেই কাজে বিশ্বের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক প্রচার চালান।
সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সবুজের মাঝে। এক ঝাঁক স্কুল পড়ুয়ার সঙ্গে। মাস্টার ব্লাস্টার লিখেছেন, ‘শিশুরাই সেরা শিক্ষক। সহরজ জিনিসের মধ্যেও ওরা আমাদের জ্ঞানের উন্মোচন ঘটায়। শ্রীলঙ্কার প্রত্যন্ত এক গ্রামের এই স্কুলে আমরা সহমর্মিতা উদযাপন করলাম।’
Children are the best teachers. They help us see wisdom in the simplest of things. In this school situated in a serene Sri Lankan village, we observed compassion towards all beings.
— Sachin Tendulkar (@sachin_rt) August 8, 2023
All children take a few portions of food from their plates, and keep it on a common plate -… pic.twitter.com/wwAQ9cQCvy
কীভাবে? ব্যাখ্যা করেছেন সচিন। লিখেছেন, ‘প্রত্যেক ছাত্র তাদের প্লেট থেকে অল্প পরিমাণ খাবার বাঁচিয়ে একটা বড় থালায় রেখেছিল। তারপর সেই খাবার পাখিদের খাওয়ানো হয়। ভাগ করে নেওয়ার অসাধারণ এক ভাবনা। আমরা কৃতজ্ঞ। এটা সকলেরই অনুকরণ করা উচিত।’
আরও পড়ুন: Manoj Tiwary: সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ৪ দিনের মধ্যে অবসরের সিদ্ধান্ত বদল, আর এক মরশুম খেলবেন মনোজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন