এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
কুস্তিতে সোনা আনলেন সুশীল, রাহুল, রুপো ববিতা, তেজস্বিনীর, ভারতের পদক সংখ্যা বেড়ে ৩১
![কুস্তিতে সোনা আনলেন সুশীল, রাহুল, রুপো ববিতা, তেজস্বিনীর, ভারতের পদক সংখ্যা বেড়ে ৩১ Veteran Sushil Kumar brings 14th Gold for India from Commonwealth Games 2018 কুস্তিতে সোনা আনলেন সুশীল, রাহুল, রুপো ববিতা, তেজস্বিনীর, ভারতের পদক সংখ্যা বেড়ে ৩১](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/12150250/Untitled.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গোল্ড কোস্ট: এবারের কমনওয়েলথ গেমসে ভারতের সোনার দৌড় অব্যাহত। আজও জোড়া সোনা পেল ভারত। দু’টি সোনাই এনে দিলেন কুস্তিগীররা। প্রথমে ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জেতেন রাহুল আওয়ারে, তারপর ৭৭ কেজি ফ্রিস্টাইলে দেশকে সোনা এনে দেন সুশীল কুমার। মাত্র ৮০ সেকেন্ডেই দক্ষিণ আফ্রিকার কুস্তিগীর জোহানেস বোথাকে হারিয়ে দেন সুশীল। এই অভিজ্ঞ কুস্তিগীর টানা তিনটি কমনওয়েলথ গেমসে অপরাজিত। রাহুল হারান কানাডার স্টিভেন তাকাহাসিকে। ভারত এখন ১৪টি সোনা, ৭টি রুপো ও ১০টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার তিন নম্বরে।
এদিন মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে কানাডার ডায়না উইকারের কাছে হেরে রুপো পেলেন ববিতা কুমারী। মহিলাদের ৭৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে মরিশাসের কাটুস্কিয়া পরিয়াধাবেনকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের কিরণ। শ্যুটিং থেকেও পদক এসেছে। মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে রুপো পেয়েছেন তেজস্বিনী সাবন্ত। মহিলাদের ডিসকাস থ্রো-তে সীমা পুনিয়া রুপো এবং নভজিৎ ধিলোঁ ব্রোঞ্জ পেয়েছেন। টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন বাংলার মৌমা দাস। মহিলাদের হকির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-১ গোলে হেরে গিয়েছে ভারতীয় দল। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে খেলতে নামবে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অটো
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)