Vijay Hazare Trophy: বাংলার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছিল, প্রথমবার বিজয় হাজারে ট্রফি জিতে ইতিহাস হরিয়ানার
Haryana vs Rajasthan: প্রথমবারের জন্য ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল কপিল দেবের রাজ্য হরিয়ানা। যে রাজ্য থেকে খেলে উঠে এসেছিলেন বলে বিশ্বক্রিকেটে কপিলের নামকরণই হয়ে গিয়েছিল হরিয়ানা হারিকেন।
রাজকোট: কোয়ার্টার ফাইনালে বাংলার স্বপ্নকে গুঁড়িয়ে দিয়েছিল। সেই হরিয়ানা (Haryana vs Rajasthan) ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়ল শনিবার। ফাইনালে রাজস্থানকে ৩০ রানে হারিয়ে প্রথমবারের জন্য বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) জিতল তারা। তাও যুজবেন্দ্র চাহালের মতো তারকাকে ছাড়াই।
টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল হরিয়ানা। শনিবার রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে তাদের সামনে ছিল রাজস্থান। যারা কর্নাটকের মতো শক্তিশালী দলকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছিল। সেই ম্যাচে ব্যাট হাতে ধ্বংসলীলা চালিয়েছিলেন দীপক হুডা। যিনি ঘরোয়া ক্রিকেটে খেলতেন বঢোদরার হয়ে। কিন্তু ক্রুনাল পাণ্ড্যর সঙ্গে ঝামেলা তাঁর কেরিয়ারের গতিপথই পাল্টে দেয়। বঢোদরা ছেড়ে রাজস্থানে যোগ দেন। এবার তিনি রাজস্থানের অধিনায়কও। নিজেকে প্রমাণ করতে মরিয়া ছিলেন হুডা। কিন্তু ফাইনালে কথা বলল না তাঁর ব্যাট। ক্রিজে গিয়ে প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে গেলেন। শূন্য করে ফিরতে হল হুডাকে। হরিয়ানার ২৮৭/৮ তাড়া করতে নেমে ৪৮ ওভারে ২৫৭ রানে শেষ হয়ে গেল রাজস্থান। প্রথমবারের জন্য ঘরোয়া ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল কপিল দেবের রাজ্য হরিয়ানা। যে রাজ্য থেকে খেলে উঠে এসেছিলেন বলে বিশ্বক্রিকেটে কপিলের নামকরণই হয়ে গিয়েছিল হরিয়ানা হারিকেন।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হরিয়ানার অধিনায়ক অশোক মেনারিয়া। যদিও শুরুতেই ওপেনার যুবরাজ সিংহকে (১ রান) হারায় হরিয়ানা। তিন নম্বরে নেমে হিমাংশু রানাও মাত্র ১০ রান করে ফেরেন। ৪১/২ হয়ে যাওয়ার পর হরিয়ানা ইনিংসের হাল ধরেন অপর ওপেনার অঙ্কিত কুমার ও অধিনায়ক মেনারিয়া। ৮৮ রান করেন অঙ্কিত। মেনারিয়া করেন ৭০ রান। তৃতীয় উইকেটে দুজনে মিলে যোগ করেন ১২৪ রান। সেখানেই ম্যাচের রং পাল্টে যাওয়ার শুরু। শেষ দিকে চালিয়ে খেলে নিশান্ত সিন্ধু (২২ বলে ২৯ রান), রাহুল তেওয়াটিয়া (১৮ বলে ২৪ রান) ও সুমিত কুমার (১৬ বলে ২৮ অপরাজিত) হরিয়ানাকে পৌঁছে দেল ২৮৭/৮ স্কোরে। রাজস্থানের হয়ে ৪ উইকেট অনিকেত চৌধুরীর।
জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করেন রাজস্থানের ওপেনার অভিজিৎ তোমর (১০৬)। কিন্তু অপর প্রান্ত থেকে পরপর উইকেট হারিয়ে ৮০/৪ হয়ে গিয়েছিল রাজস্থান। সেখান থেকে পঞ্চম উইকেটে অভিজিতের সঙ্গে ১২১ রানের পার্টনারশিপ গড়েন কুণাল সিংহ রাঠৌর। কিন্তু পরপর দুজনে ফিরতেই আঁধার ঘনায় রাজস্থান শিবিরে।
আরও পড়ুন: জাতীয় দলে খেলেননি, অথচ পাঁচ তরুণকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে আইপিএলের নিলামে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে