এক্সপ্লোর
Advertisement
কোহলি ও এবি ‘ব্যাটম্যান-সুপারম্যান’: গেইল
কলকাতা: চলতি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সের দাপটে প্রতিপক্ষের বোলাররা কোণঠাসা হয়ে পড়েছেন। টুর্নামেন্ট যত এগিয়েছে ততই ব্যাটে বিচ্ছুরণ ঘটিয়েছেন কোহলি-এবি জুটি। তাঁদের ব্যাটিং দেখে সম্মোহিত ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। দলের দুই সহ খেলোয়াড়কে কল্পনার জগতের সুপারহিরো ‘ব্যাটম্যান’ ও ‘সুপারম্যানে’র সঙ্গে তুলনা করেছেন।
গতকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের পর সাংবাদিক বৈঠকে গেইল বলেছেন, ‘কোহলি আর এবি যেন ব্যাটম্যান ও সুপারম্যানের মতো খেলছে। ওরা, বিশেষ করে কোহলি, জীবনের সেরা ফর্মে খেলছে। এভাবেই ওদের খেলে যাওয়া দরকার। কোনওভাবেই শিথিলতা না দেখিয়ে যতটা সম্ভব রান করুক ওরা। আরসিবি-র হয়ে ওরা কাজটা দুর্দান্তভাবে করছে’।
নবম আইপিএলে ইতিমধ্যেই কোহলি-এবি জুটিতে ১২ ম্যাচে উঠেছে ১৩৪৯ রান। দুজনকেই অপ্রতিরোধ্য মনে হচ্ছে। চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী এই দুই ব্যাটসম্যান।
তাঁদের ব্যাটে ভর করে আরসিবি-র চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখছেন সমর্থকরা। গতকাল এবি-কোহলির যুগলবন্দীতে কলকাতা নাইট রাইডার্সকে ঘরের মাঠে হারিয়েছে আরসিবি। এক আগের ম্যাচে আইপিলে রেকর্ড ২২৯ রানের পার্টনারশিপে আরসিবি গুজরাত লায়ন্সকে ১৪৪ রানে বিধ্বস্ত করেছে।
গতকাল কোহলি (অপরাজিত ৭৫) এবং এবি (৫৯ অপরাজিত) থাকেন।কেকেআর-এর বিরুদ্ধে ১৮৪ রানের লক্ষ্যমাত্রা আট বল বাকি থাকতেই তুলে নেয় আরসিবি।
গেইল বলেছেন, ‘চাপের মুখেও ওরা দারুন ব্যাট করছে। কোহলি তো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। আশা করি ওরা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং দলকে টুর্নামেন্টে জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে’।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement