এক্সপ্লোর
Advertisement
ফাইনালে দলে বদল আনা উচিত না বিরাটের, বলছেন দ্রাবিড়
নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে কোনও বদল আনা উচিত নয়। ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে এমনই পরামর্শ দিলেন প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। তিনি বলেছেন, ‘বিরাট যেটা করে সাফল্য পেয়ে এসেছে, সেটাই করা উচিত। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দেখা গিয়েছে, ভারতীয় দল রান তাড়া করতে ভালবাসে। এই দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা জানে কীভাবে চাপের মুখে ভাল খেলতে হয়। আমার মনে হয়, এই পরিকল্পনার ভিত্তিতে খেলেই ভারতীয় দল সাফল্য পেয়েছে।’
দ্রাবিড়ের মতে, মিডল অর্ডারে হার্দিক পাণ্ড্য, মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহ, কেদার যাদব, রবীন্দ্র জাডেজার মতো ক্রিকেটাররা আছেন যাঁরা বড় শট খেলে দ্রুত রান তুলতে পারেন। সেই কারণেই দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন প্রথম ১০ ওভারে দ্রুত রান তোলার পথে হাঁটছে না। ভারতের ব্যাটসম্যানরা স্পিন বোলিং ভাল খেলেন। তাই শুরুতে হাতে উইকেট রেখে পরে দ্রুতগতিতে রান তুলছে ভারত। রান তাড়া করার ক্ষেত্রে সাফল্য পেলেও, প্রথমে ব্যাট করে বড় রান তোলার পরিকল্পনাও করতে পারে ভারত। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন কেদার ও হার্দিক। ফাইনালে প্রথমে ব্যাট করে ২৮০ বা তার বেশি রান করতে পারলে ভারতের জয়ের সম্ভাবনা উজ্জ্বল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement