Virushka Pic: সামনে পুষ্টিকর খাওয়ার, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল বিরুষ্কার মিষ্টি ছবি
ফটোতে দেখা যাচ্ছে ২ জনের সামনে একটি বেলি বাটিতে রয়েছে পুষ্টিকর খাওয়ার। ছবিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে দেখা যাচ্ছে একটি ধূসর রঙয়ের গোলগলা টি-শার্ট পরে। অনুষ্কা পরে আছেন কালো রঙয়ের একটি আউটফিট।
লন্ডন: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। ক্রিকেটের মাঠেই শুধু নয়। সোশ্যাল মিডিয়াও জনপ্রিয়তার নিরিখে কিং কোহলি তিনি। এবার ক্যামেরার সামনে একটি ছবি তুলেছেন বিরাট। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী অনুষ্কাও। যেখানে দেখা যাচ্ছে যে ২ জনেই হাসিমুখে পোজ দিয়েছেন।
বিরাট- অনুষ্কা জুটি সমর্থকদের কাছে বিরুষ্কা নামেই পরিচিত। ফটোতে দেখা যাচ্ছে ২ জনের সামনে একটি বেলি বাটিতে রয়েছে পুষ্টিকর খাওয়ার। ছবিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে দেখা যাচ্ছে একটি ধূসর রঙয়ের গোলগলা টি-শার্ট পরে। অনুষ্কা পরে আছেন কালো রঙয়ের একটি আউটফিট। এই মুহূর্তে ডারহামে রয়েছেন এই তারকা দম্পতি। ফ্যানেদের জন্য ইস্টাগ্রামে ফটো পোস্ট করছেন ২ জনে।
এর আগেও বিভিন্ন সময়ে ইংল্যান্ডে ছবি তুলতে দেখা গিয়েছে বিরাটকে। স্ত্রী অনুষ্কাই বিরাটের ক্যামেরাপার্সন হিসেবে কাজ করেছেন। পরে তা নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেছেন বিরাট। টি-শার্ট ও প্যান্টে দুর্দান্ত লাগছিল বিরাটকে। জ্যাকেটও পরিহিত ছিলেন তিনি।
শুক্রবার নিজের ইংল্যান্ড ডায়েরির একটি ছবি পোস্ট করেছেন অনুষ্কা, যেখানে দেখা যাচ্ছে বিরাটকে। গ্রুপ ছবিতে রয়েছেন কে এল রাহুল ও তাঁর বান্ধবী আথিয়া শেঠিও। রয়েছেন উমেশ যাদব ও তাঁর স্ত্রী তনয়া ও ইশান্ত শর্মা। পরী ছবির অভিনেত্রী কমলা রঙয়ের একটি টপ ও নীল রঙয়ের ডেনিম পরেছিলেন।
অনুষ্কা শর্মা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, ডারহাম সাথ সাথ হে..এই ছবিটি প্রায় ২৬ লক্ষ লাইক পেয়েছে। এমনকী প্রতি ঘণ্টায় তার সংখ্যাও বাড়ছে।
চলতি বছরে ১১ জানুয়ারি বিরাট-অনুষ্কার কন্যাসন্তান হয়। ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই ২ জন। মেয়ে ভামিকার ছবি যদিও ইনস্টাগ্রামে সর্বসমক্ষে পুরোপুরি এখনও আনেননি বিরাট ও অনুষ্কা কেউই। দুজনেই এই বিষয়ে পাপরাৎজির কাছে অনুরোধও করেছিলেন যাতে কেউই ভামিকার ছবি তোলার চেষ্টা না করেন। এই ব্যাপারে গোপনীয়তা যেন কেউ না ভাঙেন, সে বিষয়ই অনুরোধ করেছিলেন সবাইকে।
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কাকে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে জিরো ছবিতে। ২০১৮ সালে যা মুক্তি পেয়েছিল। তবে এরপর থেকে আর কোনও ছবিতে দেখা যায়নি অনুষ্কাকে।