এক্সপ্লোর
অনুষ্কাকে কী সারপ্রাইজ দিলেন বিরাট!

প্রাগ: বিরহ-পর্ব কাটিয়ে আবার নতুনভাবে প্রেম। প্রেমিকাকে নতুন নতুন চমক। গার্লফ্রেন্ড অনুষ্কাকে অবাক করে দিতে প্রাগে তাঁর শ্যুটিং-এর জায়গায় হাজির বিরাট। ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সম্পর্কের কথা বহুল চর্চিত। শোনা যায়, মাঝে সম্পর্কের অবনতি হলেও ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন তাঁরা। দিব্যি চলছে তাঁদের প্রেমের এক্সপ্রেস। এই মুহূর্তে ইমতিয়াজ আলির একটি ছবির উপলক্ষ্যে প্রাগে রয়েছেন অনুষ্কা। অনুষ্কাকে সারপ্রাইজ দিতে সেখানেই সটান গিয়ে হাজির বিরাট। হঠাত এই চমক উচ্ছ্বসিত অনুষ্কাও। বিরাটকে শ্যুটিংয়ের মাঝে পেয়ে খুশি ছবির কলাকূশলীরাও।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















