এক্সপ্লোর
Advertisement
হাতে ট্যাটু না এঁকেও জেতা যায়, দ্রাবিড়ের কটাক্ষের জবাবে কী বললেন কোহলি
নয়াদিল্লি: ক্রিকেট মহলে আদ্যন্ত ভদ্র ক্রিকেটার হিসেবে পরিচিত রাহুল দ্রাবিড়। সহ খেলোয়াড়, জুনিয়র ও অন্যান্যদের প্রতি তাঁর ব্যবহার অত্যন্ত মর্যাদাপূর্ণ। ক্রিকেট বিশ্বে তাঁর অনুরাগীর সংখ্যা প্রচুর। বর্তমানে ভারত এ ও অনূর্দ্ধ ১৯ দলের কোচ দ্রাবিড়। সম্প্রতি তিনি ভারতের অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসী মানসিকতা নিয়ে নিজের মতামত জানিয়েছেন। বেঙ্গালুরুতে লিটারেচার ফেস্টিভ্যালে একটি প্রশ্নের জবাবে দ্রাবিড় বলেন, ‘কোহলি কখনও কখনও ভীষণ আগ্রাসী হয়ে ওঠে এবং কোনও সিরিজের আগে ওর মন্তব্য পড়ে আশঙ্কিত হয়ে পড়েছিলাম। কিন্তু ও যদি প্রতিপক্ষকে খুঁচিয়ে নিজের সেরাটা বের করে আনতে পারে, তাহলে সেটাই হোক’।
দ্রাবিড় আরও বলেছেন, অনেকেই তাঁর কাছে জানতে চান যে ভারতের হয়ে খেলার সময় তিনি কেন কোহলির মতো আচরণ করেননি। এ ব্যাপারে তাঁর বক্তব্য, ‘এটা আমার ভেতরের সেরাটা বের করে আনত না। ওর মতো আচরণ করলে আমি আসল আমিটা থাকতাম না’।
দ্রাবিড় বলেন, হাতে যারা ট্যাটু আঁকে না, তারাও ম্যাচ জিততে সক্ষম।
এবার তাঁর সাজসজ্জা বা তাঁকে ঘিরে অন্যান্য বিষয় নিয়ে কথাবার্তার জবাব দিলেন কোহলি। তাঁর ফিটনেস ও মাঠে আগ্রাসী মানসিকতা নিয়েও কথা বলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
কোহলি বলেছেন, ‘দল হিসেবে যখন কোনও ম্যাচ জিতি তখন প্রত্যেকটা বলকে মনে রাখার মতো করতে চাই। এজন্য ১২০ শতাংশ দিই। আমি স্বাভাবিকভাবেই ও ধরনের। তাই আমার কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়। মাঠে সেভাবে খেলার সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে না পারলে আমার কাছে খেলাটা কিছুই নয় । তাই ফিটনেসের জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়। এখন এটাই আমার স্বভাব ও জীবনের অঙ্গ হয়ে পড়েছে’।
কোহলি বলেছেন, অনুশীলন কোনও কারণে করতে না পারলেও ট্রেনিং সেশন কখনওই বাদ দেন না তিনি। এটা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ব্যক্তিগত জীবনযাপন সম্পর্কে সমালোচনার জবাবে কোহলি বলেছেন, এগুলো তাঁর ওপর কোনও প্রভাব ফেলে না। এগুলোকে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন না তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement