এক্সপ্লোর
বাবার স্বপ্ন পূরণ করতে হবে, শক্ত থাকো, সিরাজকে পরামর্শ বিরাটের
সিরাজ মাকেও ফোনে অধিনায়কের সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টি জানিয়েছেন। সিরাজ বলেছেন, মা বললেন, প্রত্যেককেই একদিন না একদিন চলে যেতে হবে। আজ বাবা চলে গেলেন, কাল হয়তো আমি। একদিন তোমাকেও যেতে হবে।
নয়াদিল্লি: সদ্য পিতৃহারা মহম্মদ সিরাজকে কীভাবে বিপর্যয়ের সময় মানসিক বল জোগালেন বিরাট কোহলি? জানালেন সিরাজ নিজেই। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে অধিনায়ক কোহলি তাঁকে প্রয়াত পিতার স্বপ্নপূরণে শক্ত থাকতে বলেছেন বলে জানিয়েছেন সিরাজ।
দিনকয়েক আগে অস্ট্রেলিয়া সফরে যাওয়া ভারতীয় দলের সদস্য়, তরুণ ফাস্ট বোলার সিরাজ বিদেশের মাটিতে বসেই দুঃসংবাদ পান যে, বাবা আর নেই! কিন্তু এমন চরম বিপর্যয়ের সময়ও তিনি দেশে ফেরার পরিবর্তে দলের সঙ্গেই থেকে গিয়েছেন, যার প্রশংসা করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সিরাজের পাশে দাঁড়িয়ে খোদ অধিনায়ক বলেছেন, তিনি ভারতের হয়ে খেলবেন, এটা তাঁর বাবার স্বপ্ন ছিল, তাই তাঁকে দৃঢ় থাকতে হবে।
অধিনায়কের কথা এই বিপদের দিনে তাঁকে ও তাঁর পরিবারকে সাহায্য করবে বলে জানিয়েছেন সিরাজ। বলেছেন, ওঁরা নিশ্চিত করেছেন, কোনও অসুবিধা হবে না। বিরাট ভাই বলেছেন, মিঞা, টেনশন কোরো না। তোমার বাবার স্বপ্ন ছিল, তুমি ভারতের হয়ে খেলবে। তাই সেটাই করো। মন থেকে শক্ত হও। তুমি এই কঠিন সময়ে শক্ত থাকলে তোমার ও তোমার পরিবারেরও ভাল হবে। আমার খুব ভাল লেগেছে। আমার কাছে খুবই ইতিবাচক বার্তা এটা। সিরাজ মাকেও ফোনে অধিনায়কের সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টি জানিয়েছেন। সিরাজ বলেছেন, মা বললেন, প্রত্যেককেই একদিন না একদিন চলে যেতে হবে। আজ বাবা চলে গেলেন, কাল হয়তো আমি। একদিন তোমাকেও যেতে হবে। তোমার বাবা সবসময় চাইতেন ভারতের হয়ে তুমি খেলো। তাই তুমি ওখানেই থাক, সেটাই করো। ভারতের হয়ে ভাল করে খেলো।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সিরাজের বাবার। তাঁকে মানসিক শক্তি জুগিয়ে সৌরভও ট্যুইট করেছেন, এই ক্ষতি সামাল দেওয়ার মতো যথেষ্ট মানসিক শক্তি যেন ও পায়। ওর সাফল্য়ের জন্য শুভেচ্ছা জানাই। অসাধারণ চরিত্র্র।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement