(Source: ECI/ABP News/ABP Majha)
Virat Kohli 100th ODI: খারাপ ফর্ম অব্যাহত, তবুও ওয়ান ডে-তে নজির বিরাটের
Virat Kohli 100th ODI: কিন্তু এর মধ্যেও কিছু না কিছু রেকর্ড গড়েই চলেছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমদাবাদে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল।
আমদাবাদ: খারাপ ফর্ম অব্যাহত। ব্যাটে শতরান নেই প্রায় আড়াই বছর ধরে। কিন্তু এর মধ্যেও কিছু না কিছু রেকর্ড গড়েই চলেছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমদাবাদে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। আর এই ম্যাচেই পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে একশো বা তার বেশি ওয়ান ডে খেলার নজির গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক।
এছাড়াও ঘরের মাঠে নিজের ৫ হাজার ওয়ান ডে রান পূরণ করলেন বিরাট। ঘরের মাঠে একশো ওয়ান ডে বা তার বেশি ম্যাচ খেলার তালিকায় বিরাটের আগে রয়েছেন সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিংহ ধোনি ও যুবরাজ সিংহ। ঘরের মাঠে ১০০ ওয়ান ডে ম্যাচে বিরাটের সংগ্রহ এখন ৫০২০ রান। ঝুলিতে রয়েছে ১৯টি শতরানও ঘরের মাঠে। এদিন শুরুটা ভাল করেও ওডেন স্মিথের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান প্রাক্তন ভারত অধিনায়ক।
এদিকে, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক নিকালোস পুরান। কায়রন পোলার্ডের চোট থাকায় এই ম্যাচে তিনি নেতৃত্বে দিচ্ছেন। রোহিত শর্মার সঙ্গে এদিন ওপেনে নেমেছিলেন ঋষভ পন্থ। কে এল রাহুলকে মিডল অর্ডারে নামিয়ে মিডল অর্ডার শক্ত করার পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু কাজে এল না সেই স্ট্র্যাটেজি। রোহিত নিজে ফিরলেন মাত্র ৫ রান করে। বিরাটের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করলেও খারাপ শট খেলে ক্যাচ আউট হয়ে মাত্র ১৮ রানে প্যাভিলিয়নে ফিরলেন পন্থ। বিরাটও তিনটে বাউন্ডারির সাহায্যে ভাল শুরু করলেও ১৮ রানেই ফিরলেন।
এরপর জুটি বাঁধেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। ২ জনে মিলে বোর্ডে ৯১ রান যোগ করেন। রাহুল ৪৯ রানের মাথায় পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্য়াভিলিয়নে ফেরেন। তবে সূর্য নিজের অর্ধশতরান পূরণ করেন। তবে ৬৪ রানের মাথায় ফ্যাবিয়েন অ্যালেনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান। লোয়ার অর্ডারে ওয়াশিংটন সুন্দর ২৪ ও দীপক হুডা ২৯ রানের ইনিংস খেলে দলের স্কোর দুশোর গণ্ডি পার করে দেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৩৭ রানই বোর্ডে তুলতে পারে টিম ইন্ডিয়া।