এক্সপ্লোর
Advertisement
দেখুন: পিঠ চাপড়ে দিলেন রোহিতের, অধিনায়ক কোহলির প্রতিক্রিয়া নজর কাড়ল সমর্থকদের
ভারতের হয়ে প্রথমবার টেস্টে ওপেন করতে নেমে বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
বিশাখাপত্তনম: ভারতের হয়ে প্রথমবার টেস্টে ওপেন করতে নেমে বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দ্বিতীয় দিনে ১৭৬ রান করে আউট হয়েছেন ভারতের সীমিত ওভারের দলের সহ অধিনায়ক। তার আগে মায়াঙ্ক অগ্রবালের সঙ্গে ওপেনিং জুটিতে ৩১৭ রান যোগ করেন তিনি। এই ধারাবাহিকতা বজায় রেখে পাঁচ দিনের ক্রিকেটে ওপেনার হিসেবে দলে জায়গা পাকা করাই লক্ষ্য একদিনের ক্রিকেটের তিনটি দ্বিশতরানের মালিকের। বিশাখাপত্তনমে তাঁর ইনিংস অবশ্য তৃপ্তি এনে দিয়েছে ভারতীয় ড্রেসিংরুমে। দুরন্ত ইনিংস খেলে তিনি ফেরার পর অধিনায়ক কোহলির প্রতিক্রিয়া দলের সমর্থকদের মন ছুঁয়ে গিয়েছে।
ড্রেসিংরুমে রোহিত যখন ঢুকছেন, তখন করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান অধিনায়ক। সেইসঙ্গে রোহিত পিঠ চাপড়েও দিলেন কোহলি। গতকাল সেঞ্চুরি করার পর এদিনও আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন রোহিত। ২৪৪ বল খেলে ২৩ বাউন্ডারি ও ছয়টি ওভারবাউন্ডারির সাহায্য ১৭৬ রান করেছেন তিনি। লাঞ্চের আগে রোহিত আউট হয়ে গেলেও তার আগেই ভারতের বড় রানের ভিত তৈরি হয়ে যায়। ম্যাচের প্রথম দিন গতকাল টেস্ট ওপেনার হিসেবে রোহিত প্রথম সেঞ্চুরি করার পর ড্রেসিংরুমে বসে অধিনায়কের তৃপ্তির হাসি কারুর নজর এড়ায়নি। তিনি উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে রোহিতকে অভিনন্দন জানান।View this post on Instagram🔝knock from @rohitsharma45 👏🏻👏🏻 The dressing room acknowledges #TeamIndia 🇮🇳 #INDvSA
ইন্ডিয়ান ক্রিকেট টিম ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে লেখা হয়, ওপেন করতে নেমে সেঞ্চুরি।View this post on InstagramOpens the batting and scores a ton 🙌🏻🙌🏻🔝👌🏻 @rohitsharma45 #TeamIndia #INDvSA @paytm
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement