Kohli-Rohit: কোহলি ও রোহিতের ভক্তদের ঝামেলায় প্রাণ হারালেন এক, তামিলনাড়ুর ঘটনায় তোলপাড়
Cricket News: মদ খেয়ে ঝামেলার জেরে রোহিতের ভক্তকে খুন করার অভিযোগ উঠল কোহলির অনুরাগীর বিরুদ্ধে।
চেন্নাই: দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। তাই বলে ঝামেলায় জড়িয়ে পড়বেন দুই তারকার ভক্তকুল?
বিরাট কোহলি (Virat Kohli) নাকি রোহিত শর্মা (Rohit Sharma), কে বেশি ভালো? মদ খেয়ে ঝামেলার জেরে রোহিতের ভক্তকে খুন করার অভিযোগ উঠল কোহলির অনুরাগীর বিরুদ্ধে। বিরাটের সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তামিলনাড়ুর ঘটনায় তোলপাড় পড়ে গেল।
কিলাপালুর পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম পি ভিগনেশ (২৪)। তিনি তামিলনাড়ুর আরিয়ালুর পয়ূর গ্রামে থাকতেন। আইটিআইয়ের কোর্স শেষ করে সিঙ্গাপুরে কাজে যাওয়ার পরিকল্পনা ছিল। ভিসার জন্য অপেক্ষা করছিলেন ক্রিকেট অন্ত প্রাণ ভিগনেশ। ক্রিকেটের অন্ধ ভক্ত ছিলেন অভিযুক্ত তথা ভিগনেশের বন্ধু এস ধর্মরাজও।
দুজনের পরিচিতরা বলেছেন, ক্রিকেট নিয়ে পাগল হলেও দুই বন্ধু একেবারে ভিন্ন মেরুর ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স এবং রোহিত বলতে অজ্ঞান ছিলেন ভিগনেশ। ধর্মরাজ আবার রয়্যাল চ্যালেঞ্জার্স এবং বিরাট ছাড়া কিছু বুঝতেন না। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার রাতে মল্লুরে একটি নির্জন জায়গায় ক্রিকেট নিয়ে আলোচনা করছিলেন। সেই রাতে দু'জনেই মদ্যপান করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, দু'জনেই মদ্যপান করেছিলেন। মুম্বইকে সমর্থন করছিলেন ভিগনেশ। ব্যাঙ্গালোরের হয়ে গলা ফাটাচ্ছিলেন ধর্মরাজ। তা নিয়ে তর্ক-বিতর্কের সময় ব্যাঙ্গালোর এবং বিরাটকে নিয়ে ভিগনেশ উপহাস করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ আরও জানিয়েছে, কথা বলার ক্ষেত্রে ধর্মরাজের কিছু সমস্যা ছিল। তা নিয়ে হামেশাই টিপ্পনি কাটতেন ভিগনেশ। মঙ্গলবার রাতেও ধর্মরাজের সেই সমস্যা নিয়ে ব্যাঙ্গালোরকে উপহাস করছিলেন। তাতেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন ধর্মরাজ। বোতল নিয়ে ভিগনেশকে মেরেছিলেন অভিযুক্ত যুবক। তারপর ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় মেরেছিলেন। তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে ভিগনেশ প্রাণ হারান।