টুইটারে সচিনকে ‘ঈশ্বর’ উল্লেখ সহবাগের, পেলেন জবাব-ও
নয়াদিল্লি: এবার টুইটারে রসিকতায় মজলেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি ক্রিকেটার—সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগ।
সম্প্রতি, দিল্লিতে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল ভারতীয় ক্রিকেটের বিস্ফোরক ব্যাটসম্যান সহবাগ ও মাস্টার ব্লাস্টার সচিনের। সেখানে দুজনে নিজস্বীও তোলেন। পরে সহবাগ, টুইটারে সেই ছবি পোস্ট করে লেখেন, দিল্লিতে ভগবানের দর্শন হল।
[embed]https://twitter.com/ranjan_misra/status/827927336272134149[/embed]কিছুক্ষণের মধ্যেই সহবাগকে তাঁরই ভঙ্গিতে জবাব দেন সচিন। অন্য একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আরে সহবাগ, আর কিছুক্ষণ দাঁড়িয়ে গেলে এই ছবিটা ব্যবহার করতে পারতে।
এখানে বলে রাখা দরকার, সহবাগ যে ছবিটা পোস্ট করেছিলেন, তার গুণমান অতটা ভাল ছিল না। তুলনায় সচিনের পোস্ট করা ছবির মান বেশি ভাল ছিল।
https://twitter.com/sachin_rt/status/827911138511831040এর কিথুক্ষণের মধ্যে আবার সচিনকে পাল্টা জবাব দেন সহবাগ। ক্রিকট মাঠে তিনি যে রান করার সময় তাড়া দেখাতেন এদিন সেই বিষয়টিকে মনে করিয়ে বলেন, আমি বরাবরই তাড়াহুড়ো করি গডজি! তবে, আপনার সঙ্গে দেখা হওয়ার আনন্দই আলাদা।
https://twitter.com/virendersehwag/status/827911563579375616