এক্সপ্লোর
আরও বেশিদিন খেলতে টি ২০ আন্তর্জাতিককে বিদায় জানানোর ভাবনা ওয়ার্নারের
সবাইকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার অদূর ভবিষ্যতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন। আন্তর্জাতিক কেরিয়ারকে দীর্ঘায়িত করতেই এ ধরনের চিন্তাভাবনা করছেন বলে জানিয়েচেন ওয়ার্নার।

লন্ডন: সবাইকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার অদূর ভবিষ্যতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন। আন্তর্জাতিক কেরিয়ারকে দীর্ঘায়িত করতেই এ ধরনের চিন্তাভাবনা করছেন বলে জানিয়েচেন ওয়ার্নার। পরপর দুটি টি ২০ বিশ্বকাপ খেলার পর ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় জানানোর কথা ভাবছেন ওয়ার্নার। অজি ওপেনার বলেছেন, যদি আন্তর্জাতিক টি ২-০ ক্রিকেটের দিকে নজর রাখা হয়, তাহলে আমরা পরপর দুটি বিশ্বকাপ খেলছি। আগামী কয়েক বছরে এই ফরম্যাটে খেলা সম্ভবত ছেড়ে দিতে পারি। ক্রীড়াসূচি দেখে মনে হয়েছে, তিনটি ফরম্যাটেই আমার পক্ষে খেলা কঠিন। ওয়ার্নার বলেছেন, এবি ডিভিলিয়ার্স, বীরেন্দ্র সহবাগের মতো যাঁরা দীর্ঘদিন খেলেছেন, তাঁদের সঙ্গে কথা বললে বোঝা যায়, এভাবে তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া কঠিন। বাড়িতে স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এক্ষেত্রে ধারাবাহিকভাবে বাড়ির বাইরে থাকা বেশ শক্ত। যদি কোনও ফরম্যাটে খেলা ছাড়ার কথা ভাবতে হয়, তা হল আন্তর্জাতিক টি ২০। সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার অ্যালান বর্ডারক মেডেল পেয়েছেন ৩৩ বছরের এই বাঁহাতি ব্যাটসম্যান।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















