এক্সপ্লোর
দেখুন, বল-বিকৃতি নিয়ে ব্যঙ্গ, ওয়ার্নার আউট হওয়ার পর স্যান্ডপেপার দেখালেন দর্শকরা
ওয়ার্নার ছাড়াও বল-বিকৃতির ঘটনার সঙ্গে যুক্ত আরও দুই ক্রিকেটার স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটও এই ম্যাচে খেলছেন। তাঁদের প্রত্যেককেই ব্যঙ্গ করেন দর্শকরা।

বার্মিংহাম: অ্যাশেজের প্রথম দিনই বল-বিকৃতি নিয়ে দর্শকদের ব্যঙ্গের মুখে পড়লেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি বল-বিকৃতির ঘটনার পর আজই প্রথম টেস্ট খেলতে নামেন। তিনি অবশ্য এদিন মোটেই ভাল খেলতে পারেননি। ১৪ বল খেলে মাত্র ২ রান করে আউট হন এই ব্যাটসম্যান। তিনি আউট হওয়ার পর যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন দর্শকরা স্যান্ডপেপার দেখিয়ে ব্যঙ্গ করেন।
It’s a sandpaper send off from the Hollies.
David Warner gone for the second time today from Stuart Broad. #TheAshes | #ENGvAUS | #Edgbaston pic.twitter.com/I2xhk3MK2q
— Ploughmans CC (@PloughmansCC) August 1, 2019
ওয়ার্নার ছাড়াও বল-বিকৃতির ঘটনার সঙ্গে যুক্ত আরও দুই ক্রিকেটার স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটও এই ম্যাচে খেলছেন। তাঁদের প্রত্যেককেই ব্যঙ্গ করেন দর্শকরা। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যখন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মাঠে নামেন, তখনও হলুদ রঙের স্যান্ডপেপার দেখান। বল-বিকৃতির ঘটনার কথা মনে করিয়ে দিয়ে ব্যানারও তুলে ধরেন দর্শকরা। David Warner's send off after being trapped LBW for 2, by Stuart Broad...
👉 https://t.co/uodUnJ0I7N#bbccricket #ENGvAUS #Ashes pic.twitter.com/YgqJOgsbPK
— Test Match Special (@bbctms) August 1, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















