এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
দেখুন: ইংল্যান্ডে ঘরোয়া টি ২০ প্রতিযোগিতায় অভিষেকেই ব্যাটে ঝড় ডিভিলিয়ার্সের, ৪৩ বলে ৮৮ রান
ইংল্যান্ডের ঘরোয়া টি ২০ প্রতিযোগিতায় মিডলসেক্সের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাটে ঝড় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের। লর্ডসে এসেক্সের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বিপক্ষের বোলারদের সাধারণ স্তরে নামিয়ে আনলেন 'মিস্টার ৩৬০'।
লন্ডন: ইংল্যান্ডের ঘরোয়া টি ২০ প্রতিযোগিতায় মিডলসেক্সের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাটে ঝড় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের। লর্ডসে এসেক্সের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বিপক্ষের বোলারদের সাধারণ স্তরে নামিয়ে আনলেন 'মিস্টার ৩৬০'।
ছয়টি ছয় ও পাঁচটি চারের সাহায্যে ৪৩ বলে ৮৮ রান করেন ডিভিলিয়ার্স। তাঁর এই বিধ্বংসী ইনিংসের দৌলতে তিন ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তাঁর দল।
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি মিডলসেক্সের। ৩৯ রানের মধ্যেই দুটি উইকেট পড়ে যায় তাদের। চার নম্বরে ব্যাট করতে নেমে ডেওইড মালানের সঙ্গে ১০৫ রানের জুটিতে দলকে জয়ের লক্ষ্যের কাছে পৌঁছে দেন ডিভিলিয়ার্স। ৪৩ রান করে আউট হন মালান। কিন্তু ডিভিলিয়ার্স ১৮ বল বাকি থাকতেই সাত উইকেটে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে এসেক্স নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। শেষপর্যন্ত ডাচ ক্রিকেটার রায়ান টেন ডোয়েসচেটের ৭৪ রানের ইনিংস ভর করে তারা স্কোরবোর্ডে ১৬৪ রান তুলতে সক্ষম হয়।🔥 A debut to remember for @ABdeVilliers17 🔥 A breathtaking 8️⃣8️⃣ from 4️⃣3️⃣ balls last night 💥🙌 Here are the highlights... pic.twitter.com/hh9cRCzuvy
— Middlesex Cricket (@Middlesex_CCC) July 19, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement