এক্সপ্লোর
দেখুন, কাশ্মীর থেকে ফিরে বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ব্যস্ত ধোনি
বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরে ধোনি।

মুম্বই: দু’সপ্তাহ জম্মু ও কাশ্মীরে টেরিটোরিয়াল আর্মির সঙ্গে থাকার পর মুম্বইয়ে ফিরে এবার বিজ্ঞাপনের শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর ছোটবেলার বন্ধু মিহির দিবাকর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, মুম্বইয়ের গ্রিন ভ্যালি স্টুডিওতে বন্ধুদের সঙ্গে বসে আছেন ধোনি। মেহবুব স্টুডিওতে হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভবানীর সঙ্গে অন্য একটি শ্যুটিংয়েও দেখা যায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে।
Indian terrain shoot in Mumbai. @msdhoni @mihir_diwakar pic.twitter.com/Yn3distHYT
— Seemant Lohani (@seemantlohani) August 21, 2019
বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরে ধোনি। বিশ্বকাপের পরেই দু’মাসের জন্য ক্রিকেট থেকে ছুটি নেওয়ার কথা জানান ধোনি। তিনি চলে যান জম্মু ও কাশ্মীরে। লাদাখে স্বাধীনতা দিবস কাটান তিনি। ১৬ তারিখ দিল্লিতে ফিরে মেয়ে জিভা সিংহ ধোনির সঙ্গে দেখা করে মুম্বই চলে যান তিনি। Behind the scenes!😎
Video Courtesy : @mihir_diwakar#Dhoni #MSDhoni #ShootDiary pic.twitter.com/KDvm9pLOLp
— MS Dhoni Fans Official (@msdfansofficial) August 21, 2019
New look for the captain today. #hot #dhoni #captainsaab @madOwothair pic.twitter.com/ZxEuyPkHLj
— Sapna Moti Bhavnani (@sapnabhavnani) August 19, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















