এক্সপ্লোর
দেখুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধোনির অদ্ভূত ছক্কা

নয়াদিল্লি: বিগত কয়েক বছর ধরেই নিজের পারফরম্যান্স দিয়েই নিন্দুকদের জবাব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। এবারও তার ব্যতিক্রম হল না। কোনও কোনও মহল কিছুদিন ধরে ধোনির ফর্ম নিয়ে প্রশ্ন তুলছিল। জবাব দিলেন ধোনি ব্যাট দিয়েই। অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ভারতের প্রাক্তন অধিনায়ক ৭৯ বলে ৭৮ রানের অসাধারণ একটা ইনিংস খেললেন। ম্যান অফ দ্য ম্যাচও হলেন। মূলত তাঁর ব্যাটে ভর করেই অ্যান্টিগার ঢিমে পিটে ২৫১ রান তোলে ভারত। একদিনের কেরিয়ারে ৬৩ তম হাফসেঞ্চুরির পর ৪৭ তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের বলে একটা বিরল ধরনের ছক্কা মারলেন। অফস্ট্যাম্পের বাইরের বল স্কোয়ার গেলের ওপর দিয়ে উড়িয়ে দিলেন মাহি। দেখুন সেই শট-
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















