এক্সপ্লোর
দেখুন: কোহলির সঙ্গে টক্করে এবার উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশের নয়া ভঙ্গি উইলিয়ামসের
রবিবার তিরুবনন্তপুরমের ম্যাচে ভারতকে আট উইকেটে হারিয়ে চলতি টি ২০ সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি সিরিজে ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়াসের সঙ্গে ভারতের অধিনায়ক বিরাট কোহলির দ্বৈরথ বেশ জমে উঠেছে। দুই খেলোয়াড়য়ের টক্করের তৃতীয় পর্বটি রবিবারের ম্যাচে কারুর নজর এড়াল না।
![দেখুন: কোহলির সঙ্গে টক্করে এবার উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশের নয়া ভঙ্গি উইলিয়ামসের WATCH- No Notebook Celebration, Williams Does Shush After Dismissing Kohli দেখুন: কোহলির সঙ্গে টক্করে এবার উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশের নয়া ভঙ্গি উইলিয়ামসের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/12/09151133/Williams.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
তিরুবনন্তপুরম: রবিবার তিরুবনন্তপুরমের ম্যাচে ভারতকে আট উইকেটে হারিয়ে চলতি টি ২০ সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি সিরিজে ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়াসের সঙ্গে ভারতের অধিনায়ক বিরাট কোহলির দ্বৈরথ বেশ জমে উঠেছে। দুই খেলোয়াড়য়ের টক্করের তৃতীয় পর্বটি রবিবারের ম্যাচে কারুর নজর এড়াল না। ভারতের রান মেশিনকে আউট করে নতুন ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করলেন ক্যারিবিয়ান সিমার। তাঁর বলে মাত্র ১৯ রান করে আউট হন কোহলি।
সিরিজের প্রথম ম্যাচে উইলিয়ামসের ‘নোটবুক’ উৎসবের ভঙ্গি করে ক্যারিবিয়ান পেসারকে জবাব দিয়েছিলেন কোহলি। রবিবারের ম্যাচে কোহলির উইকেট নেওয়ার পর আর তাঁর পরিচিত ‘নোটবুক’ উৎসব করতে দেখা গেল না উইলিয়ামসকে।পরিবর্তে ঠোঁটে আঙুল গিয়ে চুপ করানোর ভঙ্গি করলেন তিনি। আর এভাবে তিনি তাঁর সহ খেলোয়াড়দের চুপ থাকাতে ইঙ্গিত করলেন।
আর তাঁর এই বিশেষ উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গি গত ম্যাচের বদলা বলেই মনে করা হচ্ছে। হায়দরাবাদের ম্যাচে কোহলি ‘নোটবুক’ উৎসব করে উইলিয়ামসকে জবাব দিয়েছিলেন।ম্যাচের পর কোহলি বলেছিলেন, ২০১৭-তে জামাইকায় একটি টি ২০ ম্যাচে তাঁকে আউট করার পর ‘নোটবুক’ উৎসব করেছিলেন উইলিয়ামস। বিষয়টি যে তিনি ভোলেননি তা জানিয়ে দেন কোহলি।Don't WILD the Tiger???? Kesrick Williams silence, he knows many more ahead???? Well learned lesson Don't mess with king???? @imVkohli #KingKohli #williams#INDvsWI pic.twitter.com/uRurhuokC3
— Abhishek Patil (@Abhi_patil18) December 8, 2019
.@imVkohli on being asked about the 'notebook celebration': "Play hard but respect the opponent" ????????#INDvWI #SpiritOfCricket pic.twitter.com/Yku21Gtht0
— BCCI (@BCCI) December 6, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)