এক্সপ্লোর
দেখুন, ভারতের বিরুদ্ধে ১১ বলে ৫২ রান উমর আকমলের

নয়াদিল্লি: মাত্র ১১ বলে ৫২ রান! সেটাও আবার ভারত-পাকিস্তানের উত্তেজক ম্যাচে। এমনটাই করে দেখিয়েছিলেন পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমল। তবে সরকারিভাবে স্বীকৃত কোনও ম্যাচে নয়, ২০১১ সালে হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টে এই ঝোড়ো ইনিংস খেলেছিলেন আকমল। ভারত-পাকিস্তান যেখানেই মুখোমুখি হোক না কেন, সেই ম্যাচ সবসময়ই আলাদা গুরুত্ব পেয়ে যায়। সেই কারণেই হংকংয়ের সুপার সিক্সেস টুর্নামেন্টের ম্যাচেও উত্তেজনা ছিল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ভারতের পেসার রাজু ভাটকলের প্রথম তিন বলেই ছক্কা মারেন আকমল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ৩১ রান করার পরে সব ব্যাটসম্যানকে অবসৃত হতে হয়। তবে সব ব্যাটসম্যান আউট বা অবসৃত হলে আবার ব্যাট করতে নামা যায়। আকমল সেই নিয়মেই ফিরে আসার সুযোগ পান। শেষপর্যন্ত তিনি সাতটি ছক্কা ও দুটি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন। পাকিস্তান ৫ ওভারে ১০৯ রান করে। জবাবে ভারত এক উইকেটে ৮৭ রান করে। পাকিস্তান ২২ রানে ম্যাচ জিতে যায়। উরিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে অদূর ভবিষ্যতে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনা নেই। বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে খেলার কথা ভাবাও উচিত নয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেছেন, সীমান্তে যখন মানুষ মরছে, তখন পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয়। কিন্তু ২২ গজে যখনই দু দল মুখোমুখি হয়েছে, প্রতিবারই অসাধারণ লড়াইয়ের সাক্ষী থেকেছেন দর্শকরা। ক্রিকেট-বহির্ভূত কারণে সেই লড়াই দেখা থেকে বঞ্চিত হচ্ছেন দু দেশের মানুষ। দেখুন আকমলের সেই ইনিংস
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















