(Source: ECI/ABP News/ABP Majha)
WC 2022, Argentina Jersey: প্রথাগত রঙ নয়, কাতারে বেগুনি জার্সি পরে এক বিশেষ বার্তা দেবেন মেসিরা
Argentina Away Kit: সাধারণত আর্জেন্তিনা অ্যাওয়ে জার্সিতে নেভি ব্লু এবং কালো রঙই ব্যবহার করে থাকে। তবে কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের (Lionel Messi) অ্যাওয়ে জার্সির রঙ কালো বা নীল নয়, বরং বেগুনি।
নয়াদিল্লি: কাতারে ফুটবল বিশ্বকাপের (Qatar World Cup 2022) আসর বসতে এখনও দুই মাসেরও অধিক সময় বাকি রয়েছে। তবে তার আগেই বিভিন্ন দেশুগুলি আসন্ন বিশ্বকাপের জন্য নিজেদের জার্সি উন্মোচন করা শুরু করে দিয়েছে। লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্তিনাও (Argentina Football Team) বিশ্বকাপের জন্য নিজেদের হোম এবং অ্যাওয়ে, দুই জার্সিই ইতিমধ্যে প্রকাশ করেছে। দলের হোম জার্সি প্রথা মতোই নীল সাদা রঙের হলেও, আলবিসেলেস্তের অ্যাওয়ে জার্সিতে বেশ বড় রকমের বদল চোখে পড়তে চলেছে।
জার্সির মাধ্যমে বার্তা
সাধারণত আর্জেন্তিনা অ্যাওয়ে জার্সিতে নেভি ব্লু এবং কালো রঙই ব্যবহার করে থাকে। যুগ যুগ ধরেই এই রঙেই আর্জেন্তিনার অ্যাওয়ে জার্সিগুলি ডিজাইন করা হয়ে থাকে। তবে কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের (Lionel Messi) অ্যাওয়ে জার্সির রঙ কালো বা নীল নয়, বরং বেগুনি। সোমবারই মেসিদের এই নতুন জার্সি প্রকাশ করা হয়েছে। এই জার্সির কারুকার্যে মেসির নিজেরও অবদান রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই জার্সি। তবে শুধু বদলের জন্য বদল নয়, নিজেদের প্রথা ভেঙে আর্জেন্তিনার জার্সির রঙে এই আমূল পরিবর্তনের পিছনে এক উল্লেখযোগ্য বার্তা।
লিওনেল মেসিরা কাতারে এই জার্সির মাধ্যমে লিঙ্গসাম্যের বার্তা তুলে ধরবেন। বেগুনি রঙের মাধ্যমে লিঙ্গসাম্যের বার্তাই তুলে ধরতে চেয়েছে আর্জেন্তিনা। জার্সির কারুকার্য মেসিদের দেশের পতাকার সূর্য থেকে অনুপ্রেরণা নিয়ে করা হয়েছে। শুধুমাত্র এখানেই শেষ নয়, মেসিদের এই জার্সি বানানো হয়েছে সমুদ্র, সমুদ্র উপকূল, বিভিন্ন ব-দ্বীপ থেকে পাওয়া প্লাস্টিক দিয়ে। জার্সির ৫০ শতাংশ উপাদানই হল এই ধরনের প্লাস্টিক। এর পিছনে মূল ভাবনা হল, প্লাস্টিকজাত দ্রব্য় দ্বারা জলসম্পদ দূষণ রোধ করা।
Te presentamos nuestra nueva camiseta alternativa para el Mundial de #Qatar 💜
— Selección Argentina 🇦🇷 (@Argentina) August 29, 2022
De la mano de nuestro capitán, Leo #Messi 😍
¡Vamos Argentina! 🇦🇷#adidasfootball #WorldCup @adidasAR pic.twitter.com/t0h2ZLpbIC
মেসির শেষ বিশ্বকাপ!
প্রসঙ্গত, নভেম্বরের ২০ তারিখ থেকে শুরু হচ্ছে এ বারের বিশ্বকাপ। আর্জেন্তিনা বিশ্বকাপে গ্রুপ 'সি'-তে রয়েছে। মেসিদের পাশাপাশি একই গ্রুপে রয়েছে সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকো। সম্ভবত, নিজের শেষ বিশ্বকাপে মাঠে নামতে চলা মেসির লক্ষ্য হবে কোপা আমেরিকার পর এবার দলকে তৃতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন করা। স্বাভাবিকভাবেই আর্জেন্তিনা দলে সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দুও তিনিই।
আরও পড়ুন: নির্বাসন উঠতে না উঠতেই ভারতীয় ফুটবল ফেডারেশনকে মোটা অঙ্কের জরিমানা করল এএফসি