এক্সপ্লোর
Advertisement
দীনেশ বেশিক্ষণ ক্রিজে থাকুক, এমনটাই চেয়েছিলাম, বললেন কোহলি
লন্ডন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু আগে দলের প্রস্তুতিতে খুশি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে রীতিমতো বিধ্বস্ত করেছে ভারত। ম্যাচের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দীনেশ কার্তিককে প্রথম একাদশে রাখার সম্ভাবনার ইঙ্গিত দিলেন কোহলি।
গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ৬৪ রানের ইনিংস খেলে দলের মিডল অর্ডারে জায়গা পাওয়ার দাবি জোরাল করেছেন কার্তিক। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।এর আগে বৃষ্টিবিঘ্নিত অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল কোহলি-বাহিনী।
বাংলাদেশকে হারানোর পর কোহলি বলেছেন, প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা যা যা করতে চেয়েছিলাম, সবই করতে পেরেছি। ব্যাটসম্যানরা রান পেয়েছে, বোলাররাও অসাধারণ বোলিং করেছে।’ আকাশ মেঘে ঢাকলে ব্যাটসম্যানরা যে সমস্যায় পড়ে যাচ্ছেন, তাও কোহলি জানিয়েছেন।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ২৪০ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৪ রান করে ভারত।এরপর ২৩.৫ ওভারে মাত্র ৮৪ রান করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায়।
কোহলি বলেছেন, ব্যাটিংয়ে লোয়ার অর্ডারে হার্দিক (পান্ডিয়া) ও কেদার (যাদব) কাজের এভাবে কাজটা করবে, সেটাই টিম চায়। কোহলি আরও বলেছেন, দীনেশ অসাধারণ খেলোয়াড়। আমরা চাইছিলাম ও বেশিক্ষণ ক্রিজে থাকুক। দুটি প্রস্তুতি ম্যাচে সব দিকগুলিই ঝালিয়ে নেওয়া গিয়েছে।
উল্লেখ্য, শিখর ধবনও রান পেয়েছেন। অন্যদিকে, হার্দিক দলে অলরাউন্ডার হিসেবে তাঁর ভূমিকার দিকটা তুলে ধরেছেন। লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নেমে ৫৪ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে পেসাররাই সব কাজ করে দেন। স্পিনারকে দিয়ে মাত্র একটা ওভার করিয়েছে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement