Bengal T20 Challenge: সেপ্টেম্বরের শুরুতেই বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, উত্তরবঙ্গে হবে ক্রিকেট অ্যাকাডেমি
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা।
কলকাতা: বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ দিয়ে স্থানীয় ক্রিকেট মরসুম শুরু করতে চলেছে সিএবি। পাশাপাশি সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা।
শনিবার ইডেন গার্ডেন্সে সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেই বৈঠকে ঠিক হয় যে, সেপ্টেম্বরের শুরুতেই ৬ দলের বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আয়োজন করা হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২ সেপ্টেম্বর শুরু হবে টুর্নামেন্ট। বাংলার নির্বাচকেরা রাজ্যের ক্রিকেটারদের রেখেই ৬টি দল গঠন করবেন। ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হওয়ার আগে এই টুর্নামেন্টে ক্রিকেটারদের দেখে নিতে চাইছেন নির্বাচকেরা।
সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে প্রথম ডিভিশনের ক্লাবগুলিকে নিয়ে জে সি মুখোপাধ্যায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে সিএবি। তবে করোনা পরিস্থিতিতে ময়দান এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। তাই সিএবি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রস্তুতির জন্য ক্লাবগুলিকে সবরকমভাবে সাহায্য করা হবে সংস্থার তরফে। তবে ক্লাবগুলির সঙ্গে কথা বলেই টুর্নামেন্টের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবে সিএবি।
শনিবারের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে জানানো হয়েছে যে, বিতর্কিত নথি জমা দেওয়ায় মোট ৫৪ জন ক্রিকেটারকে চিহ্নিত করা হয়েছে। সিএবি-র ওম্বাডসম্য়ানের কাছে বিষয়টি পাঠানো হয়েছে।
পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাঠে একটি আধুনিক ক্রিকেট অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত নিয়েছে সিএবি। সেখানে থাকবে একটি পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠও। অক্টোবরের শেষের দিকে জেলার টুর্নামেন্টগুলি শুরু হবে। নভেম্বরে শুরু হতে পারে মহিলাদের টুর্নামেন্ট।
সিএবি-র দাবি মেনে রাজ্য সরকার ডুমুরজলায় ১৪ একর জমি ৯৯ বছরের জন্য লিজ দিতে রাজি হয়েছে। করোনার ধাক্কায় স্থানীয় ক্রিকেট নাজেহাল হলেও প্রথা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকেই শুরু হবে দলবদল প্রক্রিয়া। চলবে অন্যান্য বছরের মতোই ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। নভেম্বর মাসে স্থানীয় ক্রিকেটের ওয়ান ডে টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা নিয়েছে সিএবি। তবে প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগ নিয়ে সংশয় রয়েছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে তবেই ডিসেম্বর মাসে প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগ শুরু করা হতে পারে।