(Source: ECI/ABP News/ABP Majha)
Ind vs WI 2nd Test: আজ থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্ট, কোথায়-কখন দেখবেন ম্যাচ?
Team India: কুইন্স পার্ক ওভালে ২০১৮ সালের পর থেকে গত ৫ বছরে আর কোনও টেস্ট ম্যাচ হয়নি।
পোর্ট অফ স্পেন: কুইন্স পার্ক ওভালে ২০১৮ সালের পর থেকে গত ৫ বছরে আর কোনও টেস্ট ম্যাচ হয়নি। তবে এই মাঠে বরাবরই রাজত্ব করেছেন পেসাররা। এই মাঠে পেসারদের গড় ২৭.৩৯। অর্থাৎ, প্রত্যেক ২৭.৩৯ রান খরচ করার ব্যবধানে একটি করে উইকেট পেয়েছেন জোরে বোলাররা। স্ট্রাইক রেট ৬১। অর্থাৎ, প্রত্যেক ৬১ বল অন্তর উইকেট তুলেছেন পেসাররা। অন্যদিকে স্পিনারদের গড় ৩৬.৫৭। অর্থাৎ, একটি উইকেট তুলতে ৩৬.৫৭ রান খরচ করে থাকেন স্পিনাররা। স্পিনারদের এই মাঠে স্ট্রাইক রেট ৮৮.৭। যার অর্থ, প্রত্যেক ৮৮.৭ বল অন্তর উইকেট তোলেন স্পিনাররা। এবারও ছবিটা একই থাকার সম্ভাবনা। ভারতীয় স্পিনার আর অশ্বিন প্রথম টেস্টের মতোই ভয়ঙ্কর হয়ে ওঠেন কি না, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
সিরিজে ১-০ এগিয়ে ভারত। টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারিত হবে আজ থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে। ড্র করলে বা ভারত জিতলে সিরিজ রোহিত শর্মাদের (Rohit Sharma)। আর সিরিজ অমীমাংসিত রাখতে হলে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে (Ind vs WI)।
500 & Counting 😃
— BCCI (@BCCI) July 20, 2023
Hear from #TeamIndia Head Coach Rahul Dravid and milestone man Virat Kohli ahead of a special occasion 👌🏻👌🏻#WIvIND | @imVkohli pic.twitter.com/cJBA7CVcOj
আর সেই ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। ম্যাচের পাঁচদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে পোর্ট অফ স্পেনে। যদিও অনেকে মনে করছেন, বৃষ্টিতে সময় নষ্ট হলেও ম্যাচের ফয়সালা সম্ভব। কারণ, প্রথম টেস্টে ভারতীয় দল মাত্র তিনদিনের মধ্যে জয় ছিনিয়ে নিয়েছিল।
কাদের ম্যাচ
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ
কোথায় খেলা
কুইন্স পার্ক ওভাল, পোর্ট অফ স্পেন
কখন শুরু ম্যাচ
টস ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়, খেলা শুরু ৭.৩০
কোথায় দেখবেন ম্যাচ
টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার ডিডি স্পোর্টসে
অনলাইন স্ট্রিমিং
জিও সিনেমা মোবাইল অ্যাপে ও ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
আরও পড়ুন: এশিয়া কাপে কবে ভারত-পাক মহারণ? কোথায় হবে খেলা?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন